মঙ্গলবার , ৯ জুলাই ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামের  যুবলীগ নেতা জামাল উদ্দিন বাক্কা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

ঢাকা আউটলুক ডেস্ক :
জুলাই ৯, ২০২৪ ৯:০৮ অপরাহ্ণ
পঠিত: ১২১ বার

নিজস্ব প্রতিবেদক//

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার অন্তর্ভুক্ত চাষাপাড়া এলাকা থেকে ৩৫ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে র‍্যাব- ১১, সিপিসি- ২ কুমিল্লার উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (০৯ জুলাই) র‍্যাব-১১, সিপিসি-২ এবং র‍্যাব-৭, সিপিসি-৩ এর যৌথ অভিযানে গোপন গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার বায়োজিদ বোস্তামী থানাধীন অনন্যা আবাসিক এলাকা হতে চৌদ্দগ্রামের যুবলীগ নেতা জামাল উদ্দিন বাক্কা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ মোশারফ হোসেন (৪৫), পিতা-মৃত ইসমাইল ভেন্ডার, গ্রাম-কুলাসার, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক অনুসন্ধানে ও এজাহার সূত্রে জানা যায়, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড এর বিরুদ্ধে প্রতিবাদ করায় ২০১৬ সালের ০৮ জানুয়ারি দিবাগত রাত ৮.০০ মিনিটে প্রধান আসামি আলকরা ইউনিয়ন এর সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন বাচ্চুসহ অপরাপর আসামিরা পরষ্পর যোগসাজশে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের যুবলীগের সভাপতি ও বাস মালিক জামাল উদ্দিন @বাক্কাকে ডেকে নিয়ে চৌদ্দগ্রাম পদুয়া রাস্তার মাথায় নিয়ে এসে প্রথমে গুলি করে পরে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। উক্ত ঘটনায় নিহত জামাল উদ্দিন @ বাক্কার বড়বোন জোহরা আক্তার (৪৭) বাদী হয়ে ২০১৬ সালের ১০ জানুয়ারি তারিখে ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন বাচ্চুসহ ২১ জনের নাম উল্লেখ পূর্বক চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তপূর্বক আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৬ সালের ১৮ এপ্রিল প্রধান আসামী সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন বাচ্চুসহ ২৩ জনের বিরুদ্ধে দন্ডবিধির ৩৬৪/৩০২/৩৪ ধারার বিধানমতে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে বিচারাধীন মামলাটির রায়ে ২০২৪ সালের ১২ মে বিজ্ঞ আদালত আসামী মোঃ মোশাররফ হোসেন (৪৫) কে যাবজ্জীবন এবং সেই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এরই প্রেক্ষিতে অদ্য ০৯/০৭/২০২৪ ইং তারিখ বিশেষ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

করে চাঁদপুর, মুন্সীগঞ্জ, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা কোতয়ালী মডেল থানায় সেবা ডেস্ক চালু

অপহরণ মামলায় পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন

নাঙ্গলকোট উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানের সাথে কাজীঃ মা-ও অলি উল্লার সৌজন্য সাক্ষাৎ

বিএসএফের গুলিতে নিহতের ২৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবক কামালের মরদেহ হস্তান্তর

কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

সাংবাদিকদের বিতর্কিত করায় লাকীর বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানী মামলা করবে- বিএমইউজে

কুমিল্লায় র‍্যাব-১১ এর পৃথক দুইটি অভিযানে ৩০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল’সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় র‍্যাব এর অভিযানে ১৭৫ বোতল ফেন্সিডিল’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কুমিল্লায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিদেশী মদসহ আটক এক

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সাংবাদিকদের অসাধারণ ভূমিকায় ইতিহাস রচনা করলেন