
নিজস্ব প্রতিবেদক//
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার অন্তর্ভুক্ত চাষাপাড়া এলাকা থেকে ৩৫ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে র্যাব-১১।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে র্যাব- ১১, সিপিসি- ২ কুমিল্লার উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (০৯ জুলাই) র্যাব-১১, সিপিসি-২ এবং র্যাব-৭, সিপিসি-৩ এর যৌথ অভিযানে গোপন গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার বায়োজিদ বোস্তামী থানাধীন অনন্যা আবাসিক এলাকা হতে চৌদ্দগ্রামের যুবলীগ নেতা জামাল উদ্দিন বাক্কা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ মোশারফ হোসেন (৪৫), পিতা-মৃত ইসমাইল ভেন্ডার, গ্রাম-কুলাসার, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক অনুসন্ধানে ও এজাহার সূত্রে জানা যায়, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড এর বিরুদ্ধে প্রতিবাদ করায় ২০১৬ সালের ০৮ জানুয়ারি দিবাগত রাত ৮.০০ মিনিটে প্রধান আসামি আলকরা ইউনিয়ন এর সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন বাচ্চুসহ অপরাপর আসামিরা পরষ্পর যোগসাজশে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের যুবলীগের সভাপতি ও বাস মালিক জামাল উদ্দিন @বাক্কাকে ডেকে নিয়ে চৌদ্দগ্রাম পদুয়া রাস্তার মাথায় নিয়ে এসে প্রথমে গুলি করে পরে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। উক্ত ঘটনায় নিহত জামাল উদ্দিন @ বাক্কার বড়বোন জোহরা আক্তার (৪৭) বাদী হয়ে ২০১৬ সালের ১০ জানুয়ারি তারিখে ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন বাচ্চুসহ ২১ জনের নাম উল্লেখ পূর্বক চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তপূর্বক আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৬ সালের ১৮ এপ্রিল প্রধান আসামী সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন বাচ্চুসহ ২৩ জনের বিরুদ্ধে দন্ডবিধির ৩৬৪/৩০২/৩৪ ধারার বিধানমতে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে বিচারাধীন মামলাটির রায়ে ২০২৪ সালের ১২ মে বিজ্ঞ আদালত আসামী মোঃ মোশাররফ হোসেন (৪৫) কে যাবজ্জীবন এবং সেই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এরই প্রেক্ষিতে অদ্য ০৯/০৭/২০২৪ ইং তারিখ বিশেষ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।
করে চাঁদপুর, মুন্সীগঞ্জ, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।