
আজ ১৬ ই জানুয়ারী ২০২৫ রাত ০১:২০ মিনিটে কোতয়ালী মডেল থানাধীন কুসিক ১৩নং ওয়ার্ডের অন্তর্গত ডুলিপাড়া সাকিনস্থ বাখরাবাদ-টু-টমছম ব্রীজ গামী রোডের উত্তর পাশে রাজ্জাক মিয়া ভাঙ্গা বিল্ডিং এর সামনে পাকা রাস্তার উপর ঢাকা মেট্রো-ন-১২-৮৭৩২ রেজিঃ নাম্বারের একটি কাভার্ডভ্যান গাড়ী তল্লাশী করে ৬০ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেন কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা।
আটককৃত ব্যাক্তিরা হলো ১৷ চাঁদপুর জেলার কঁচুয়া উপজেলার নোয়াদ্দা (সরকার বাড়ী) এলাকার মৃত কমল সরকার এর ছেলে কৃষ্ণা সরকার (৩২), ২৷
কুমিল্লা কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত অরন্যপুর (নতুন গুচ্ছ বাড়ী) এলাকার মোঃ শফিক মিয়ার ছেলে ২। মোঃ মামুন মিয়া (২৮)৷
ডিবি পুলিশ জানায় যে, কাভার্ডভ্যান গাড়ীতে বিশেষ কায়দায় তৈরী করার বক্সের ভিতর হইতে ৬০(ষাট) কেজি গাঁজা পেয়ে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উক্ত গ্রেফতারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা পক্রিয়াধীন।