গত ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউ পরীক্ষায় প্রশ্নপত্রে একাধিক ভুলের অভিযোগ ওঠে। এতে সুষ্ঠু ফলাফলের স্বার্থে এক শিক্ষার্থী উপাচার্যের কাছে পুনঃপরীক্ষার আবেদন করেন। পরবর্তীতে রিট দায়ের করলে, হাইকোর্ট ১৯ মার্চ পরীক্ষার ফলাফল প্রকাশ স্থগিত করে এবং এমসিকিউ পরীক্ষা পুনরায় নেয়া হবে কি না, সে বিষয়ে রুল জারি ক
এরপর, ২৩ মার্চ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভায় আদালতে আবেদন করে পুনরায় শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকের পরীক্ষার আয়োজন করা হয়েছে। শুধুমাত্র পূর্ববর্তী পরীক্ষায় (৮ ফেব্রুয়ারি) উপস্থিত থাকা শিক্ষার্থীরাই এই পুনঃপরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাই আজ ১৭ মে বিকেল ০৩ টা থেকে ৩.৪৫ পর্যন্ত আবার পরীক্ষা নেওয়া হচ্ছে
© www.newsnewstbd.com
নিউজনেস্ট