মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

তাহিরপুরের ভুয়া সমন্বয়ক সেজে নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ
পঠিত: ৮০ বার

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের নাম ব্যবহার করে ব্যাক্তিগত আক্রোশ ও পারিবারিক বিরোধের জেরে ভুয়া সমন্বয়ক সেজে নিরপরাধ মানুষসহ ছাত্রদের নামে করা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়।
আজ ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের মেইন রোডে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধনটি করে বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজ বৈষম্য বিরোধী ছাত্র জনতা।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, তাহিরপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সমনন্বয়ক নাই। বাদাঘাটের কিছুসংখ্যক লোক তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করে। নিজেদের ভুয়া সমন্বয়ক সাজিয়ে কিন্তু দেশের এই পরিস্থিতিকে পুজি করে স্থানীয় একটি প্রভাবশালী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যাক্তিগত আক্রোশ ও পারিবারিক বিরোধের জেরে ভুয়া সমন্বয়কদের দিয়ে ছাত্রসহ নিরপরাধ মানুষের জড়িয়ে একটি মিথ্যা মামলা করানো হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের আলা উদ্দিনের ছেলে আজিজুর রহমান (২৩) নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমনেয়ক পরিচয় মামলাটি করেন।
বক্তব্যে তারা আরও বলেন, মামলায় যাদের আসামী করা হয়েছে তাদের বেশিরভাগই নিরপরাধ ও ছাত্র। এবং তারা তাহিরপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল। ভুয়া সমন্বয়ক সেজে ছাত্র ও নিরপরাধ মানুষদের আসামি করে ব্যাক্তিগত আক্রোশে মিটানোর জন্য করা মিথ্যা মামলার সুষ্ঠু তদন্তপূর্বক মামলা থেকে তাদের অব্যবহিত দেয়ার জোর দাবি জানান মানববন্ধনে বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষে  বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের ছাত্র জুবায়ের আহমেদ, মোহাম্মদ উজ্জ্বল হাসান, রাহান আহমেদ, ইমন, আব্দুল্লাহ, আজাহারুল ইসলাম, ইসমাঈল জাদিব প্রার্থীব প্রমুখ।
Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেফতার ৩

কুমিল্লায় বাস দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে শুভ নববর্ষ ১৪৩২ উৎযাপন উপলক্ষে কার্যক্রম সমূহ

শিক্ষার্থীদের সংঘর্ষে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাকিব আহত

ধর্মদ্রোহী ও আন্তর্জাতিক অপরাধে অপরাধী কেন হবেন না ভারতীয় মিডিয়া

কুমিল্লা সদর দক্ষিণে পল্ডারপার এলাকায় বিদেশের কথা বলে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা

কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি আব্দুর রউফ গ্রেপ্তার

বর্ণিল আয়োজনে নগরকান্দায় মহান বিজয় দিবস উদ্‌যাপিত

কুমিল্লায় দু গ্রুপের সংঘর্ষে আহত ০১।

কুমিল্লায় নির্বাচনী এলাকা পুনঃবহালের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান