বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লায় জামায়াতের কর্মী সম্মেলন সাংবাদিকদের যা জানালেন মহানগরী নেতারা

আয়েশা আক্তার:
ডিসেম্বর ৪, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ
পঠিত: ১৩৩ বার

আগামী ৬ ডিসেম্বর দীর্ঘ ১৯ বছর কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন হচ্ছে।
এ উপলক্ষে বুধবার (৪ ডিসেম্বর) সকালে নগরীর কান্দিরপাড় টাউন হলে সাংবাদিক সম্মেলনে কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ সম্মেলনের সর্বশেষ প্রস্তুতির জানান দেন।
 সাংবাদিক সম্মেলনে মহানগরের জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ ৭১ এর স্বাধীনতা আন্দোল ও ২৪ এর গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন। এ সময় তিনি বলে স্বাধীনতার ৫৩ বছরেও বাংলাদেশ এখনও সঠিক পথে আসেনি। বিগত স্বৈরাচারী বিরোধী দল গুলোকে দমন করা চেষ্টা করেছে।
হাসিনা সরকার মিথ্যা অজুহাত দিয়ে জামায়াতের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন।এখন আমাদের প্রতিবেশী দেশ ভারত অন্যায় ভাবে আমাদের ত্রিপুরা হাইকমিশনার ভেঙ্গে ফেলছে। আমার এসব অন্যায়র তীব্র নিন্দা জানাই। আমাদের কর্মী সমাবেশে হাজার হাজার কর্মী যোগ দেবেন। আমরা আমাদের এই সম্মেলনে প্রশাসন ও সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করছি। এদিকে সম্মেলন সফল করতে এবং জানান দিতে কুমিল্লা নগরীর বিভন্ন স্থানে প্রায় প্রতিদিনই প্রচারপত্র বিলি করছেন নেতাকর্মীরা।
 পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও চালানো হচ্ছে প্রচারণা।এরই মধ্যে টাউনহল মাঠে মঞ্চ তৈরি ও ডেকোরেশনের কাজ চলছে। দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লার টাউনহলে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জামায়াতের গ্রহণযোগ্যতা বাড়াতে সাধারণ মানুষকেও প্রচারপত্র বিলির মাধ্যমে আকৃষ্ট করা হচ্ছে। সম্মেলনে জামায়াতের মহিলা শাখার নেতাকর্মীরাও অংশগ্রহণ করবেন। তাদের জন্য আলাদাভাবে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বসার ব্যবস্থা করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে টাউনহলের সাথে ঈদগাহ মাঠের সংযোগ থাকবে।
সম্মলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম ও মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য মুহাম্মদ আবদুর রব, চাকসুর সাবেক ভিপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাড জসীম উদ্দিন সরকার।
Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

ধানমন্ডির অব্যহতি প্রাপ্ত তিন সমন্বয়কে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় শিবির কর্মী ও এনসিপির সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক হান্নানকে শোকজ

কুমিল্লায় গ্যাস সংকটে গ্রাহকদের ভোগান্তি

কুমিল্লায় সাংবাদিক বাহার রায়হানের উপর হামলা: সাবেক এমপি বাহারের বিরুদ্ধে মামলা

কুমিল্লয় ডিবি পুলিশের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

কুমিল্লার তিতাসে হাত-পা বেঁধে রাজমিস্ত্রিকে হত্যার ঘটনায় ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব ১১

কুমিল্লায় অপুলেন্ট ই কমার্স ইন্টারন্যাশানাল লিমিটেড কে মোবাইল কোর্ট জরিমানা

ঢাকাতে সিরিয়াল কিলার স্বপন আটক

কুমিল্লা সদর দক্ষিণে চুরি ছিনতাই ও ডাকাতির রহস্য কি!

র‍‍্যাব ১১, এর অভিযানে ১৪৬ বোতল ফেন্সিডিল’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ০২