মঙ্গলবার , ৪ জুন ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের ১০ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে

ঢাকা আউটলুক ডেস্ক :
জুন ৪, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ
পঠিত: ১৪২ বার

অনলাইন ডেস্ক//

ঢাকাসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৪ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল সোমবার পাবনায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস ছিল। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পর্যন্ত ৮ বিভাগেই কমবেশি বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে জয়পুরহাটে। এ ছাড়াও ৮টি বিভাগেই হালকা থেকে অতিভারি বৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লায় ১২২ বোতল ফেন্সিডিলসহ আটক ০২

ছেলের মৃত্যুকে শহীদ দেখিয়ে জুলাই বাণিজ্যের অভিযোগ

ডেমরায় দিনে-দুপুরে চুরি, সাত লাখ টাকার অধিক মালামাল লুট!

১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ মামলার আসামী ডিবির অভিযানে আটক

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা: কোথায় গণমাধ্যমের নিরাপত্তা?

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের বিরুদ্ধে দুদকে অভিযোগ

ফেইথ পয়েন্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ইফতার ও দোয়া মাহফিল

দেবিদ্বারে মাটি বিক্রেতার মিথ্যা মামলায় হয়রানী

ছাত্র-জনতার আন্দোলনে হামলার নায়ক কাউন্সিলর মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে মামলা হয়নি