শুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় রকি বাহিনীর সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত,থানায় মামলা 

নিজস্ব প্রতিবেদক:
অক্টোবর ১৮, ২০২৪ ১১:৩৯ অপরাহ্ণ
পঠিত: ১১৭ বার

 সংগ্রহ করতে গিয়ে নওগাঁয় অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা২৪ ডটকম এর জেলা প্রতিনিধি শহিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার(১৭অক্টোবর) বিকেলে গুরুতর আহত সাংবাদিক নিজে বাদী হয়ে সন্ত্রাসী রকি বাহিনীর প্রধান ওয়াহেদুর রহমান রকিকে প্রধান আসামী করে ১৯ জনের নামে নওগাঁ জেলার সদর থানায় এজাহার দায়ের করেন।

মামলার আসামিরা হলেন-  নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের শালুকার গ্রামের রেজাউল হকের ছেলে ওয়াহেদুর রহমান রকি ওরফে সন্ত্রাসী রকি (২৭) ও তার ভাই রাজন (২২), একই গ্রামের আরিফ হোসেন (২৫), মুন্না দেওয়ান (২২), রাকিব (২৬), শাহজামান ( ২৫), নাঈম (২৩), নাহিদ ( ২৬), গ্রাম ডাক্তার ভুট্টু সহ সন্ত্রাসী রকি বাহিনীর অন্যান্য সদস্য।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মেজবাহ হোসেন বলেন, ঘটনাটি জানার পর পুলিশ পাঠিয়ে সাংবাদিক শহিদুল ইসলামকে উদ্ধার করা হয়েছিলো। এই বিষয়ে একটি এজাহার দিয়েছেন ভুক্তভোগী। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  ঘটনাটি ঘটেছে নওগাঁ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে।

নব মুসলিম অমিত হাসানের পরিবারকে বেশ কিছুদিন ধরে স্থানীয় ইউপি মেম্বার রেজাউল হকের ছেলে সন্ত্রাসী রকি বাহিনীর প্রধান ওয়াহেদুর রহমান রকির নেতৃত্বে অবরুদ্ধ করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ অক্টোবর) বেলা ১২ টা ৩০ মিনিটের দিকে সাংবাদিক শহিদুল ইসলাম ও সাংবাদিক একেএম জাহিদুল হক মিন্টু ওই এলাকায় গিয়ে ভুক্তভোগী পরিবারের বক্তব্য ক্যামেরায় ধারণ করার সময় সন্ত্রাসী বাহিনীর প্রধান রকি বাহিনীর প্রধান রকি সহ তার লোকজন অকথ্য সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা চালায়। এসময় ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে। পরে সাংবাদিক শহিদুল ইসলামকে এলোপাতারি মারধোর করে প্রায় ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। এ সময় সাথে থাকা অপর সাংবাদিক একেএম জাহিদুল হক মিন্টু ঘটনাস্থল থেকে কৌশলে ঘটনাস্হল ত্যাগ করে নিরাপদ স্থানে গিয়ে ঘটনার বিষয়টি নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও থানা পুলিশকে জানালে তাদের সহযোগিতায় সাংবাদিক শহিদুল ইসলাম কে উদ্ধার করে। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ। হামলার ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন সন্ত্রাসী রকি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সাথে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবী জানানো হয় সাংবাদিক সমাজের পক্ষ থেকে ।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

ধর্মীর নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার

কুমিল্লা চৌদ্দগ্রামে ভূমিকর  পরিশোধ করার জন্য উপজেলা সহকারী কমিশনরার (ভূমি)’র গণবিজ্ঞপ্তি

মোবাইল চোরাকারবারি ও ছাত্রলীগ নেতা সুমনের করা মিথ্যা মামলায় সাংবাদিক শাহীন এর জামিন

খাগড়াছড়িতে ইটভাটার রাক্ষুসেদের থাবায় ৪ সাংবাদিক কারাগারে!

চলন্ত ট্রেনে মোবাইল চুরির অপবাদে হত্যা চেষ্টা, ভাইরাল ভিডিও এর ব্যাক্তি জীবিত

নৃত্যের তালে গান গেয়ে হত্যাকান্ড আসামি গ্রেফতার

কুমিল্লায় র‍্যাব এর অভিযানে ৭০ কেজি গাঁজা’সহ আটক ০১

কুমিল্লায় নবনির্মিত ৭ ট্রাফিক পুলিশ বক্সের উদ্ধোধন

১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ মামলার আসামী ডিবির অভিযানে আটক

ঢাকায় তারুণ্যের সমাবেশে ব্যারিস্টার রেজভিউল মুন্সির বিশাল শোডাউন