মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪ | ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
ডিসেম্বর ১৭, ২০২৪ ১২:০৫ পূর্বাহ্ণ
পঠিত: ২৮ বার

যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে কুমিল্লায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস।

দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, ফ্রি মেডিকেল ক্যাম্প, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শনী, বিশেষ দোয়া, খাবার বিতরণ, র‌্যালিসহ নানা আয়োজন করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীর কুমিল্লা টাউন হল মাঠের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আমিরুল কায়ছার, পুলিশ সুপার নাজির আহমেদ খান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন দফতরের প্রধান।

পরে মুক্তিযোদ্ধা কমান্ডারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি, বেসরকারি নানা দফতরের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।

অপরদিকে টাউন হল মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা দিচ্ছেন ন্যাশনাল ডক্টর ফোরাম কুমিল্লার সভাপতি ডাক্তার জহির উদ্দিন মোহাম্মদ বাবর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ