গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ও র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এর যৌথ আভিযানিক দল টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন দিগরাবাইদ এলাকায় অভিযান পরিচালনা করে নোয়াখালী জেলার চরজব্বর থানার মামলা নং-০৬, তারিখ-১৪/০৫/২০২৫ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় ০১নং মূল আসামী মোহাম্মদ হোসেন (৪৯), পিতা- আলী আকবর, মাতা-আয়েশা বেগম, সাং- পূর্ব চরমজিদ, ০৮ নং ওয়ার্ড, ০৭ নং চরবাটা ইউপি, থানা-চরজব্বর, জেলা-নোয়াখালীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এজাহার পর্যালোচনায় জানা যায় যে, সূত্রে বর্ণিত মামলার ভিকটিম এজাহারনামীয় ০১ নং মূল আসামী মোঃ হোসেন (৪৯) এর ছোট বোন। ভিকটিম হালিমা খাতুন এজাহারনামীয় ০১ নং আসামী থেকে পৈত্রিক বাড়ির সম্পত্তি ক্রয় করে লিখিত স্ট্যাম্পের মাধ্যমে ধাপে ধাপে টাকা পরিশোধ করে। গত ০৫/০৫/২০২৫ইং এজাহারনামীয় ০১ নং আসামীর কথামতো ভিকটিম লিখিত স্ট্যাম্পটি ফেরত নেওয়ার জন্য ০১ নং আসামীর ভাড়া বাসায় গেলে ৫.৩০ মিনিটে সময় এজাহারনামীয় ০১ নং আসামী সহ অপরাপর আসামীরা পরিকল্পিতভাবে ভিকটিমের প্রদত্ত টাকাগুলো আত্মসাৎ এর জন্য জোরপূর্বক ভিকটিমের হাত-পা ধরে রেখে মাথার বাম পাশে, চোখ, নাক ও বাম গালের উপর ইট দিয়ে অনবরত আঘাত করতঃ গুরুতর জখম করে। ভিকটিমের শোর-চিৎকারে আশপাশের লোকজন ভিকটিমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করে এবং পরবর্তীতে ভিকটিম ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিগত ০৯/০৫/২০২৫ইং রাত ১০.০০ ঘটিকার সময় ৬ মাসের অন্তঃসত্তা অবস্থায় গর্ভের শিশু সহ মৃত্যুবরণ করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার বাদী হয়ে তিন জনের নাম উল্লেখপূর্বক এজাহার দায়ের করলে সূত্রোক্ত মামলাটি রুজু হয়। মামলাটি রুজু হওয়ার পর থেকে এর মূল আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী গোয়েন্দা কার্যক্রম আরম্ভ করে। এরই ধারাবাহিকতায় ইং-১১/০৬/২০২৫ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকার সময় র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ও র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ছায়া তদন্তের মাধ্যমে যৌথ অপারেশনে বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং মূল আসামী মোহাম্মদ হোসেন (৪৯), পিতা- আলী আকবর, মাতা- আয়েশা বেগম, সাং- পূর্ব চরমজিদ, ০৮ নং ওয়ার্ড, ০৭ নং চরবাটা ইউপি, থানা-চরজব্বর, জেলা-নোয়াখালীকে টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন দিগরাবাইদ এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে আসামী নিজে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে। সূত্রোক্ত মামলার অপরাপর সহযোগী আসামী গ্রেপ্তারে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর অভিযান চলমান আছে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য টাঙ্গাইল জেলার মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট