মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পানিতে ফেলে শিশু হত্যার চেষ্টার আসামি স্কুল শিক্ষক শাহাজাহান কারাগারে

নিজস্ব প্রতিবেদক:
জানুয়ারি ২১, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ
পঠিত: ৩০ বার

শিশু বাচ্চার জীবনের চেয়ে জামায়াত নেতা ও স্কুল শিক্ষক শাহজাহানের কাছে তার বালুর মূল্য বেশি বলে শিশুকে পানিতে ফেলে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্বপাড়া এলাকার ফজলুর রহমান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও জামায়াত নেতা শাহজাহান বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা যায় জামায়াত নেতা ও স্কুল শিক্ষক শাহজাহানের সংরক্ষিত বালুর উপর উঠে শিশু বাচ্চা খেলা করছিলেন সেটা দেখে স্কুল শিক্ষক ও জামায়াত নেতা সহ্য করতে পারছিলেন না বালু নষ্ট করছেন বলে ক্ষিপ্ত হয়ে শিশুটিকে পার্শ্ববর্তী পুকুরে ফেলে হত্যার চেষ্টা করেন।

এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বাগবিতন্ডার বিডিও ছড়িয়ে পরার পর স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। শিশুর পরিবার থেকে জানা যায়, গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে শিশুটি কুমেক হসপিটাল চিকিৎসাধীন অবস্থায় আছে। ঐ ভিডিওতে শিশুটির মা শাহাজাহান মাষ্টারকে বাচ্চা পানিতে ফেলে দেওয়ার কারন জানতে চাইলে বলেন, আমার কাছে বালির মূল্য বেশি শিশুর কোন মূল্য নেই। এক পর্যায়ে শাহাজাহান শিশুটির মা শামছুন নাহার তানিয়া”র মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন।

এতে নির্যাতিত শিশুর মা মোসাঃ শামছুন নাহার তানিয়া ১৭ই জানুয়ারি ২৫ বাদি হয়ে বুড়িচং থানায়, বুড়িচং পূর্ব পাড়া মৃত মঞ্জুর আলী সর্দারের ছেলে মোঃ শাহ জাহান এর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকে আত্মগোপনে চলে যায় শাহাজাহান। বুড়িচং থানা পুলিশ একাধিকবার অভিযান দিয়েও তার অবস্থান পরিবর্তনের কারণে তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়। আজ ২১ জানুয়ারি ২৫ সকাল ১১.২০ মিনিটে কুমিল্লা আদালতে আত্মসমর্পণ করেন। আসামি শাহাজাহনের পক্ষে জামিন চাইলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে, তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন।
উক্ত বিষয়ে বুড়িচং থানার পুলিশ, মামলার তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম জানান আমরা উক্ত আত্মসমর্পণের ব্যাপারে শুনেছি এবং মামলার কাগজপত্র বিজ্ঞ আদলেতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে শিশুর মা শামছুন নাহার তানিয়া জানান আমি শাহাজাহনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ