শুক্রবার , ২০ ডিসেম্বর ২০২৪ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

পিকআপে করে মাদক পরিবহন ৬২ কেজি গাঁজা’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
ডিসেম্বর ২০, ২০২৪ ১:০২ পূর্বাহ্ণ
পঠিত: ৩৫ বার

গত ১৮-ই ডিসেম্বর ২০২৪ ইং তারিখে রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১১ কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার অন্তর্ভুক্ত দেবিপুর এলকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সমক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান। তিনি নিউজনেস্টকে জানান গোপন সংবাদ পাওয়া মাত্রই চৌকস টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।

এসময় অভিযানে অভিনব কৌশলে মিনি পিকআপ ভ্যানের বডির ভিতরে গোপন প্রকোষ্ঠ বানিয়ে মাদকদ্রব্য গাঁজা পরিবহণ করে আসছিল।
সময় আসামী মোঃ শাকিল হোসেন (২৬) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ০১ টি মিনি পিকআপ উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ শাকিল হোসেন (২৬) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার একবালিয়া (সর্দারবাড়ী) গ্রামের মোঃ বিল্লাল হোসেন এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন ধরে জব্দকৃত মিনি পিকআপ কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা সহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য পরিবহণ করতো। র্যা ব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা ব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

bn BN en EN