
০৮ই ফেব্রুয়ারি ২০২৫ রোজ শনিবার দুপর ২.০০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি অবস্থান জানতে পেরে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অফিসার ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম’কে অবগত করে। এসআই (নিঃ) মোঃ ইমাম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ভাটপাড়া এলাকা থেকে ০২ জনকে আটক করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি জানান আটককৃত ব্যক্তির মধ্যে এক জন ০৫ বছরের দণ্ড প্রাপ্ত আসামি এবং অন্যজন ১৮ মাসের দণ্ড প্রাপ্ত আসামি। তারা নিজেদেরকে আড়াল করতে অবস্থান পরিবর্তন করে আসছেন।
আটককৃত ব্যক্তিরা হলো ভাটপাড়া এলাকার কালা মিয়ার ছেলে সাইফুল(৪০), ০৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি, ২। একই এলাকার তার বড় ভাই সাইদ(৫১), ১ বছর ৬মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। উক্তাত আসামিদেরকে করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম।