
১১ জুলাই দুপুর ০৩.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ জানতে পারে যে, কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক নিয়ে আসছে। উক্ত সংবাদটি পাওয়া মাত্রই বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জামিল খান। তাদেরকে আটক করার জন্য এসআই(নিঃ) প্রবোধ দাশকে নির্দেশ প্রদান করলে, তিনিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বাঞ্ছারামপুর থানাধীন ৮নং আইয়ূবপুর ইউনিয়নের কানাইনগর সাকিনস্থ স্টিল ব্রিজের পূর্ব পাশে ফেরীঘাট গামী পাকা রাস্তার উপর যাত্রীবাহী গাড়ি তল্লাশী করে ০৬ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জামিল খান।
গ্রেফতারকৃতরা হলো ১। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খিরানাল এলাকার মৃত জহিরের স্ত্রী মাজেদা (৪৫), ২৷ একই এলাকার মোঃ ফয়সাল মিয়ার স্ত্রী তাসলিমা (২৪), ৩৷ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ভোলা এলাকার মৃত কুদ্দুস মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৬), এপি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খিরনাল এলাকা।
উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়।