রবিবার , ১৬ মার্চ ২০২৫ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বায়েজিদ বোস্তামি থানার ওসিকে হুমকিদাতা চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
মার্চ ১৬, ২০২৫ ৪:১০ পূর্বাহ্ণ
পঠিত: ১৪ বার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’কে রাজধানীর বসুন্ধরা মার্কেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এডিসি মো. জাহাঙ্গির।

নাম প্রকাশ না করার শর্তে সিএমপির একটি সূত্র জানিয়েছে, আজ শনিবার ঢাকা বসুন্ধরা সিটিতে বউ নিয়ে শপিং করতে যায় ছোট সাজ্জাদ। সেখানেই তাকে ধরে ডিবি পুলিশের একটি টিম। তাকে ঢাকা থেকে চট্টগ্রামে আনার প্রক্রিয়া চলছে।

সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’ চট্টগ্রামের হাটহাজারি উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে। তিনি বায়েজিদ, অক্সিজেন ও চান্দগাঁও এলাকায় চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শনসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।

তার বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী, বায়েজিদ বোস্তামি, চান্দগাঁও এবং পাঁচলাইশ এলাকার হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ১০টিরও বেশি মামলার আসামি তিনি।

বায়েজিদ বোস্তামী থানা-সংলগ্ন হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে সাজ্জাদ। ২০২৩ সালের ২১ অক্টোবর চান্দগাঁও থানার অদূরপাড়া এলাকায় এক চায়ের দোকানে বসে থাকা তাহসিন নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। সেই মামলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’কে প্রধান আসামি করা হয়।


ফেসবুক লাইভে ওসিকে হুমকি

সাম্প্রতিক সময়ে আত্মগোপনে থাকা অবস্থায় ফেসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফ হোসেনকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেন ‘ছোট সাজ্জাদ’। ১৯ মিনিটের ওই লাইভে তিনি ওসিকে ‘বাড়াবাড়ি’ না করার হুঁশিয়ারি দেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানোর জন্যই লাইভে আসার দাবি করেন।

তিনি বলেন, ‘ওসি আরিফ যদি পুলিশ না হতেন, তাহলে রাস্তায় ন্যাংটো করে পেটাতাম।’ তবে আদালতের প্রতি সম্মান রেখে তিনি এখনো কোনো পদক্ষেপ নেননি বলে দাবি করেন সাজ্জাদ।

এই ঘটনায় ওসি আরিফ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুমিল্লা সদর দক্ষিণে চুরি ছিনতাই ও ডাকাতির রহস্য কি!

আ.লীগকে গণধোলাইয়ের নির্দেশ দেওয়া সেই ওসি আহসান হাবিব প্রত্যাহার

সাংবাদিক জুয়েল খন্দকারের বিরুদ্ধে কাউন্সিলর সাহেদ ইকবাল বাবুর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদপূর্ণমিলনী অনুষ্ঠিত

কুমিল্লার সদর দক্ষিনে যাত্রাপুরে, ডাকাতি ১৫ লাখ টাকা লুট

দেবিদ্বারে বাশঁ দিয়ে প্রতিবেশির রাস্তা বন্ধ করে অবরুদ্ধের চেষ্টা;থানায় লিখিত অভিযোগ

কুসিকের ১ হাজার ৪৪ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা

ভোলায় প্রশ্ন “সাংবাদিক নির্যাতনকারীদের সঙ্গে বেয়াদব এসপির কীসের পীড়িতি?”

কুমিল্লায় সদর দক্ষিন এলাকাধীন চাষাপাড়ায় ৩৫ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক : ২