১১ জুলাই রাত ১০.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানাধীন ছয়ফুল্লাকান্দি ইউপিস্থ মাছিমনগর সাকিনস্থ মাছিমনগর পশ্চিমপাড়া এলাকায়
মোঃ কাউছার এর বসত ঘরে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ (৭,৯৪০) টাকাসহ ২ জনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জামিল খান।
গ্রেফতারকৃতরা হলো ১৷ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি মধ্যপাড়া, ৬নং ওয়ার্ড, ইউপিঃ ৬নং ছয়ফুল্লাকান্দি এলাকার মোঃ রহিম বাদশার ছেলে বাপ্পি মিয়া @ বাবু (২৬) এবং একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে ২। মো: সোহেল মিয়া (২৮)।
উক্ত অভিযানে আটককৃতদের নিকট হতে ৪০০ (চারশত) পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৭,৯৪০/-টাকাসহ গ্রেফতার করা হয়।
উক্ত অভিযানটি অফিসার ইনচার্জ এর সার্বিক দিক নির্দেশনায় পরিচালনা করেন এএসআই নিঃ ইউসুফ গাজী ও সঙ্গীয় ফোর্স।
উক্ত বিষয়ে বাঞ্ছারামপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট