শনিবার , ১৮ জানুয়ারি ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

মেডিকেল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁসে জড়িত ও প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ডিবি

অনলাইন ডেস্ক:
জানুয়ারি ১৮, ২০২৫ ৩:০৪ পূর্বাহ্ণ
পঠিত: ১০২ বার

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনুষ্ঠিত ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁসে জড়িত ও প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশন (উত্তর)। গ্রেফতারকৃতের নাম-নাজমুল এহসান নাঈম।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) দুপুর ১২:০০ মিনিটে ময়মনসিংহ সদর এলাকা হতে ময়মনসিংহ জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশন সূত্রে জানা যায়, ডিবির সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম সাইবার মনিটরিংয়ের মাধ্যমে জানতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি আইডি থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের একটি অংশ পোস্ট করে অর্থের বিনিময়ে অনুষ্ঠিতব্য মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের জন্য প্রচারণা চালানো হচ্ছে। সেই পোস্টে দাবি করা হয় মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ এর প্রশ্ন তাদের হাতে রয়েছে। যারা টাকার বিনিময়ে সেই প্রশ্ন সংগ্রহ করতে ইচ্ছুক তাদেরকে দ্রুত ইনবক্সে যোগাযোগ করার জন্য বলা হয়। পোস্টে উল্লেখ করা হয় প্রশ্নের মূল্য হিসেবে ১২ হাজার টাকা প্রদান করতে হবে। যার মধ্যে অগ্রিম ৬০০০ টাকা দিতে হবে এবং পরীক্ষা শেষ হওয়ার পর বাকি ৬০০০ টাকা দিতে হবে। প্রশ্ন সংগ্রহের জন্য যোগাযোগের নিমিত্তে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও পোস্টে দেয়া হয়।

ডিবি সাইবার সূত্রে আরো জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবির টিম দ্রুত এই ঘটনায় জড়িত প্রতারকের পরিচয় ও অবস্থান সম্বন্ধে নিশ্চিত হয়। পরবর্তী সময়ে আজ দুপুরে ময়মনসিংহ সদর এলাকা হতে প্রতারক নাজমুল এহসান নাঈমকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে আরো জানা যায়, গ্রেফতারকৃত নাঈম ময়মনসিংহের আনন্দমোহন কলেজের গনিত বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র। সে তার ফেসবুক পোস্টে মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্নের অংশ দিয়েছে তা ভুয়া। সে প্রতারণার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এ কাজটি করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

সমন্বয়ক রিফাত রশিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নারী শিক্ষার্থীর

ফতুল্লায় ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে নিলয় গ্রেফতার

কুমিল্লায় জেলা পুলিশ কর্তৃক সংবর্ধনা পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারবর্গকে

নোয়াখালীতে জমি বিক্রির টাকা আত্মসাৎ হত্যার ঘটনায় অন্তঃসত্বা ছোট বোনকে হত্যার মূল আসামী বড় ভাই গ্রেফতার

কুমিল্লায় একই পরিবারের ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা: মাদক সংশ্লিষ্টতায় রক্তাক্ত বিভীষিকা

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৪ নং বারপারা ইউনিয়ন ও আ’লীগের নেতা সেলিম আহমেদ চেয়াম্যান গ্রেফতার

হাসপাতালে ঢুকে বৈষম্যবিরোধী নেতাসহ ১০ জনকে বেধরক পিটুনি, গ্রেফতার  ৩

দেবিদ্বার পৌরসভা যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাউদকান্দিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২