
কুমিল্লার লালমাই উপজেলার ভূচ্চি বাজারে সন্ত্রাসী ও চাঁদাবাজদের হামলায় তিনজন গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ৩ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে আমিনুল ইসলাম মার্কেটের রুবেলের সার বিক্রির দোকানে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভূচ্চি বাজারস্থ আমিনুল ইসলাম মার্কেটের আংশিক মালিক মাঈনুদ্দিন চিশতী (৩৭) ওই মার্কেটের ভাড়া তুলতে গেলে স্থানীয় মামুনুর রশীদ রাজু (৩৩), ইব্রাহিম খলিল সুজন (৩০), সাহিদ (৩৫), হারুনুর রশিদ (৫২) সহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জন সংঘবদ্ধ হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
বাদীর অভিযোগ, বিবাদীরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক সেবনের সাথে জড়িত। পূর্বে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছিল, যা থেকে জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় চাঁদাবাজি শুরু করে।
৩ অক্টোবরের ঘটনায় অভিযুক্তরা বাদীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে বিবাদীরা এলোপাথাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে মাঈনুদ্দিন চিশতীর বাম চোখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, এতে তিনি গুরুতর আহত হন।
শুধু তাই নয়, হামলায় তার সঙ্গে থাকা মিজানুর রহমান জাকির (৫৯), আরিফুর রহমান ও মোস্তফা কামাল মারাত্মক জখমপ্রাপ্ত হন। তাদের মাথা, চোখ, কোমর ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হামলার সময় বাদীর পকেটে থাকা ১০ হাজার টাকা এবং জাকিরের পকেটে থাকা ১১ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা জানান, বিবাদীরা হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী মাঈনুদ্দিন চিশতী বলেন, “বিবাদীরা আমাদের ওপর হামলা চালিয়ে মারাত্মক জখম করেছে। আমাদের কাছে টাকা-পয়সা ছিনিয়ে নিয়েছে। আমরা আইনের আশ্রয় নিয়েছি, প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানায়, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।