কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মিনহাজ হোসেন শামীমের ছেলে মুন্নার সন্ত্রাসী কর্মকাণ্ডে পুরো এলাকা আতঙ্কিত হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্না দীর্ঘদিন ধরে মাদকসেবী ও সন্ত্রাসী চক্রের নেতৃত্ব দিয়ে আসছে। সর্বশেষ, সে নিজ দল বিএনপির বৃহত্তর গলিয়ারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ বিল্লালের ওপর হামলা চালায় আর এতে সহযোগিতা করে তার ভাই মাদকাসক্ত রাফি।
বিল্লালকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী দলবল নিয়ে অতর্কিত এই হামলার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় মুন্নার নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী পরিকল্পিতভাবে আক্রমণ চালায়, যাতে একাধিক ব্যক্তি আহত হন।
এই ঘটনায় দলীয় নেতাকর্মীরা বিস্মিত ও ক্ষুব্ধ। তারা প্রশ্ন তুলেছেন, কেন বিএনপির শীর্ষস্থানীয় নেতা মনিরুল হক চৌধুরী এসব ঘটনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। শামীম মেম্বার ও তার গংরা এলাকায় একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গেলেও দলীয় কিংবা আইনি কোনো প্রতিরোধ দেখা যাচ্ছে না।
স্থানীয় জনগণের দাবি, দলীয় স্বার্থে বা ব্যক্তিগত সম্পর্কের কারণে কি মনিরুল হক চৌধুরী এই সব অপরাধীদের রক্ষা করছেন? কুমিল্লা সদর দক্ষিণবাসী জানতে চায়—আর কত ঘটনা ঘটালে দল এবং প্রশাসন তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেবে?
অবিলম্বে শামীম মেম্বার ও তার সন্ত্রাসী ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দলীয়ভাবে কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত দাবি করছেন সচেতন এলাকাবাসী ও বিএনপির তৃণমূল কর্মীরা।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট