
নিজস্ব প্রতিবেদক//
আজ বিকালে কুমিল্লা মহানগরীর কান্দির পাড়ে উদীচী শিল্পী গোষ্ঠীর কুমিল্লা জেলা শাখার সহসভাপতি ও কুমিল্লা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলামের উপর গত ২১ মে লালমাইয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানব বন্ধন অনুস্ঠিত হয়।
মানব বন্ধনে অংশ গ্রহণ করেন উদীচী শিল্পী গোষ্ঠীর কুমিল্লা জেলা শাখার সভাপতি শেখ ফরিদ, উদীচী শিল্পী গোষ্ঠীর কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক কাকলী দত্ত, রত্না সাহা, হাসিনা আক্তার, বাম প্রগতিশীল গণতান্ত্রিক জোটের আহ্বায়ক শেখ আবদুল মান্নান, বাসদ জেলা সম্বন্য়ক আবদুর রাজ্জাক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাহাঙ্গীর আলম, অধ্যাপক রাহুল তারন পিন্টু, সিপিবি নেতা জসীমউদ্দিন আহমদ,নজরুল পরিষদের সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া, বিনয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাহাবুব, যুব ইউনিয়নের সভাপতি সুশান্ত বিশ্বাস, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জোনায়েদ রায়হান, যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুরভী দে সহ বিপুল সংখ্যক প্রতিবাদী মানুষ মানব বন্ধ নে অংশ গ্রহণ করে।
বক্তরা অবিলম্বে শেখ জহিরুল ইসলামের উপর হামলা কারীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবী জানান।