প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৯, ২০২৫, ১২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২৫, ৩:৪১ পূর্বাহ্ণ
সহযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ তুলে রাজনীতি ছাড়ার ঘোষণা বৈষম্যবিরোধী নেত্রীর

সহযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ তুলে সব কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের মুখপাত্র ফাতেমা খান লিজা। তিনি আন্দোলনের সহযোদ্ধাদের বিরুদ্ধে নারীদের হেয় করার অভিযোগ তুলেছেন।
লিজা গত শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে ১৬ মিনিট কথা বলেন। গতকাল কালের কণ্ঠের পক্ষ থেকে জানতে চাইলে তিনি বলেন, ‘মূলত দুই কারণে নিজেকে গুটিয়ে নিয়েছি।
কারণ দুটি হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী সহযোদ্ধাদের হেয় করছে আমাদেরই আপনজনরা। য্াদের জন্য জুলাই অভ্যুত্থানে আমরা জীবনবাজি রেখেছিলাম। তাঁরাও আমাদের পাশে থেকে সমানে লড়াই করেছেন। কিন্তু বেশ কিছুদিন ধরে তাঁরাই আবার নারীদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন।
আরেকটি কারণ হলো, সব কিছু কেন্দ্রকে জানিয়ে কোনো সুরাহা হয়নি। বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের জাতীয় নেতারা নির্লিপ্ত থাকছেন।’
লিজা আরো বলেন, ‘দেশের প্রয়োজনে আমরা নারীরা সংগঠিত হয়েছি, আওয়ামী ফ্যাসিবাদের কবর রচনা করেছি। এরপর দেখলাম আমাদের মেয়েরা আন্দোলনে ছিল, কিন্তু তারা হারিয়ে যাচ্ছে।
তাদের সংগঠিত করলাম। নারীরা রাজনীতিতে আসতে আগ্রহী হলো। তখনই অনেকেই বাঁকা চোখে দেখা শুরু করল। মিথ্যা অভিযোগ আরোপ শুরু করল। এসব আর ভালো লাগছে না বলেই সব কিছু থেকে গুটিয়ে নিলাম।
© www.newsnewstbd.com
নিউজনেস্ট
Copyright © 2025 NewsNest. All rights reserved.