
নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জের মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, চাঁদাবাজ, ভূমিদস্যু, ইভটিজিংকারী ও বিভিন্ন অপরাধীদের হুংকার দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম বলেন, আমার হাতে এসব অপরাধী গ্রেফতার হলে তাদের হাত-পা ভেঙে দেয়া হবে।
এলাকা থেকে অপরাধ নির্মূল করতে হলে পুলিশের পাশাপাশি এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। সবাই সচেতন না হলে পুলিশের পক্ষে একা এসব অপরাধ নির্মূল করা সম্ভব না।
একজন মাদকসেবী একটা পরিবার ধ্বংস করার জন্য যথেষ্ট। তাই মাদক ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান শাহিনুর আলম।
তিনি আরো বলেন, বাল্যবিবাহ থেকে সকলে বিরত থাকবেন। ছেলেমেয়েদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন না দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি।
প্রতিনিয়ত আপনাদের সেবা দিতে পুলিশ সদস্যরা সিদ্ধিরগঞ্জ থানার পাড়া মহল্লায় টহল দিচ্ছে। প্রতিটি পাড়া মহল্লায় কিশোর গ্যাংদের একটি তালিকা করা হচ্ছে। সেই তালিকা ধরে তাদেরকে আইনের আওতায় আনা হবে।