বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে বাংলাদেশি হত্যার বিচার দাবি করেছে মানবাধিকার সংস্থা অধিকার

অনলাইন ডেস্ক:
জানুয়ারি ৮, ২০২৫ ৩:৩২ পূর্বাহ্ণ
পঠিত: ৩১ বার

ঢাকা, ৭ জানুয়ারী, ২০২৫ (বাসস) : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তক ফেলানীসহ  বাংলাদেশিদের হত্যা ও নিপীড়নের সকল ঘটনার অবিলম্বে বিচার দাবি করেছেন মানবাধিকার সংস্থা অধিকারের সভাপতি ড. সি আর আবরার।

আজ মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অধিকার আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা ভারত কর্তৃক নির্যাতিত সীমান্তবর্তী এলাকায় সকল হত্যা ও নির্যাতনের বিচার চাই এবং এ ধরনের জঘন্য কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। এ ছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সীমান্তে  বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের সকল হত্যা ও নির্যাতনের সুষ্ঠু তদন্তেরও দাবি জানান।

অধিকার  পরিচালক নাসিরউদ্দিন এলানের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ গবেষক তাসকিন ফাহমিনা, জাতীয় গণফ্রন্টের প্রধান সমন্বয়ক টিপু বিশ্বাস, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, ফেলানীর বাবা নুরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী তরিকুল ইসলাম সমাবেশে বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে আবরার বলেন, বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের হত্যা ও অমানবিক নির্যাতন বন্ধ করতে ভারত সরকারের সঙ্গে অবিলম্বে ব্যাপকভিত্তিক আলোচনার প্রয়োজন।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গত ১৫ বছরে সীমান্তবর্তী এলাকায় মোট ৫৮৮ বাংলাদেশি নিহত হয়েছে জানিয়ে তাসকিন ফাহমিনা বলেন, আমরা অবিলম্বে সকল হত্যার বিচার চাই।

জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশ কারো পকেটে থাকার জন্য স্বাধীনতা অর্জন করেনি। ঘনিষ্ট প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের উচিত বাংলাদেশের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় রাখা।

ভারতীয় বিএসএফের হাতে নিহত ফেলানীর বাবা নুরুল ইসলাম বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধে ফেলানী হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পানিতে ফেলে শিশু হত্যার চেষ্টার আসামি স্কুল শিক্ষক শাহাজাহান কারাগারে

সড়ক পরিবহন নতুন কনভেনার কমিটি গঠন

শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নেই

টাকা দিলেই হুবহু নকল পদক পাবেন, বাটপার আর কে রিপন এর প্রতারণার গল্প

চলাচলের রাস্তার বিরোধ নিয়ে থানায় অভিযোগ করতে এসে মারামারিতে আটক ৬

মোবাইল চোরাকারবারি ও ছাত্রলীগ নেতা সুমনের করা মিথ্যা মামলায় সাংবাদিক শাহীন এর জামিন

সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন স্বেচ্ছাসেবক দলনেতা আবদুল্লাহ আল মামুন

চাচা ও তার শ্যালক সৌরভকে চার টুকরা করে

র‍্যাব এর অভিযানে ৯৭৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তুচ্ছতায় অশান্ত পাহাড়ে একক কর্তৃত্বধর নেতার ভয়ংকর প্রদর্শনী!