সোমবার , ৯ জুন ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে ঢুকে বৈষম্যবিরোধী নেতাসহ ১০ জনকে বেধরক পিটুনি, গ্রেফতার  ৩

অনলাইন ডেস্ক:
জুন ৯, ২০২৫ ১:০১ অপরাহ্ণ
পঠিত: ১১৫ বার

লক্ষ্মীপুরের রামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক রেদোয়ান সালেহীন নাঈমের ওপর হামলা হয়েছে। এ সময় একজন সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৮ জুন) রাতে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর ও বাহির এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার দিবাগত রাত ১টার দিকে আঙ্গারপাড়া ও টামটা এলাকা থেকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মাসুদ, কামাল ও তুষার নামের তিনজনকে আটক করে পুলিশ।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শৈরশই গ্রামের গণক বাড়ির উঠানে ফুটবল খেলার সময় আনাছুর রহমান নামে এক বছরের এক শিশুর মাথায় ফুটবল পড়ে আহত হয়। এ নিয়ে ফুটবল খেলোয়াড় ও তাদের স্বজনদের সঙ্গে শিশুটির বাবা এনজিও কর্মী সোহাগ আলম ও আমেনা আক্তার বিথির বাকবিতণ্ডা হয়।

পরে সন্ধ্যায় শিশুটিকে চিকিৎসা দিতে হাসপাতালে আনলে প্রতিপক্ষের লোকজন তাদের হাসপাতাল থেকে বের করে দেয়ার চেষ্টা করে। এ ঘটনায় শিশুর বাবা সোহাগ আলমের নিকটাত্মীয় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক রেদোয়ান সালেহীন নাঈম কয়েকজনকে নিয়ে বিষয়টি জানতে হাসপাতালে যায়। এ সময় মাঠে ফুটবল খেলায় সম্পৃক্ত মাসুদ, তুষার, কামাল ও লিটনসহ ২০-২৫জনের একটি গ্রুপ হাসপাতালে গিয়ে লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা করে।
হামলাকারীরা রেদোয়ান সালেহীন নাঈম ও তার সঙ্গে থাকা আজিজ শাকিল, সাঈদ আলম শাহীন, জাহীদ হাসান পাবেল, তারেক আজিজ, সায়মন স্যাম ও তারেক হোসেনকে বেদম মারধর করে। এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে দৈনিক খবরের কাগজ রামগঞ্জ প্রতিনিধি রায়হানুর রহমানের ওপরও হামলা হয়। পরে তাদেরকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

খবর পেয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম রাত ১০টায় রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এসময় তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় নেতৃত্বদানকারী মাসুদ, তুষার ও কামালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় র‍‍্যাব এর অভিযানে ১৯০ বোতল ফেন্সিডিল’সহ আটক ১

ডিএনসি’র মাদক বিরোধী অভিযানে দশ হাজার ইয়াবাসহ আটক এক

বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

কুমিল্লায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন

কুমিল্লায় একমণ গাঁজাসহ আটক ০২

ভার্চুয়াল মিটিং হয়ে উঠে সাংবাদিকদের আরেক মেলবন্ধন

কুমিল্লার চাঞ্চল্যকর অটোরিক্সা চালক পরান হত্যাকান্ডের মূলহোতাসহ ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার।

আ.লীগকে গণধোলাইয়ের নির্দেশ দেওয়া সেই ওসি আহসান হাবিব প্রত্যাহার

পূর্ব শত্রুতার জের ধরে চোরচক্র দিয়ে দোকানে চুরি, গ্রেফতার হওয়ায় বাদীকে ভীতি প্রদর্শনের অভিযোগে মানববন্ধন করেন এলাকাবাসি।