শুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

১৫৯ পুলিশ সদস্যকে ৭৫ লক্ষাধিক টাকার আর্থিক অনুদান প্রদান 

নিজস্ব প্রতিবেদক:
জানুয়ারি ১৭, ২০২৫ ৪:৫৫ পূর্বাহ্ণ
পঠিত: ৮০ বার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্তব্যরত অবস্থায় আহত ও অসুস্থ পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারের সহায়তার জন্য ডিএমপির কল্যাণ তহবিল হতে মোট ৭৫ লক্ষ ৯৭ হাজার ২৯২ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আহত ও অসুস্থ পুলিশ সদস্যদের নিকট এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারের নিকট আর্থিক অনুদানের অর্থ তুলে দেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি।

আহত, অসুস্থ পুলিশ সদস্যদের সুস্থতা ও নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিজস্ব কল্যাণ ফান্ড থেকে আপনাদের আজ এই আর্থিক সহায়তা দিচ্ছি। কল্যাণ ফান্ডের অর্থ আসে ডিএমপির কর্মরত পুলিশ সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে। এই ফান্ড যাতে আরও বাড়ানো যায় সে লক্ষ্যে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আপনারা চিকিৎসা করতে গিয়ে অনেক টাকা খরচ করেছেন। সেই তুলনায় আমাদের সাহায্যের পরিমাণ সীমিত। অসুস্থতার ধরন ও গুরুত্ব বিবেচনা করে আপনাদের এ আর্থিক অনুদান দেওয়া হয়েছে। কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যদের সুচিকিৎসা নিশ্চিত করতে উর্ধ্বতন কর্মকর্তাদের দিক-নির্দেশনা প্রদান করেন ডিএমপি কমিশনার।

উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা যখন ডিউটিতে মোতায়েন থাকেন তখন প্রয়োজনে মাস্ক ব্যবহার করবেন। এতে ধুলাবালি থেকে সুরক্ষা পাবেন। শারীরিক সুস্থতার জন্য স্বাস্থ্য সচেতন হতে হবে। নিজের স্বাস্থ্যের ব্যাপারে নিজেকে সচেতন থাকতে হবে।

গত ৮ জানুয়ারি ২০২৫ ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি এর সভাপতিত্বে কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৭৫তম সভায় ১৫৯ জন পুলিশ সদস্যের অনুকূলে ৭৫ লাখ ৭৭ হাজার ২৯২ টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী; যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণসহ আর্থিক অনুদান গ্রহণকারী পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

সংখ্যালঘুদের ক্ষতিপূরণ দেওয়া হবে: নাহিদ ইসলাম

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতায় মহানগর শ্রমিক লীগের সদস্য ও শ্রমিক নেতা মোঃ আবুল খায়ের সরকার গ্রেফতার

কুমিল্লার মুরাদনগরে, নারীকে ধর্ষণের ভিডিও ধারণকারী নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেয়ার নেপথ্য অপরাধী মব সৃষ্টির উস্কানিদাতা ও পরিকল্পনাকারীকে গ্রেফতার করছে র‌্যাব

ছাত্রলীগ মিছিল করলেই গ্রেফতার : ময়নুল ইসলাম

কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবে ঈদুল আযহা ৬ জুন

কুসিকের ১ হাজার ৪৪ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা

কুমিল্লায় বুড়িচংথানাধীন ৩২ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক : ১

বিজয় দিবস উদযাপনে কুমিল্লায় হামদর্দ ল্যাবঃ (ওয়াকফ)’র বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

খাগড়াছড়িতে ইটভাটার রাক্ষুসেদের থাবায় ৪ সাংবাদিক কারাগারে!