
কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগ নেতা মোঃ রোকন উদ্দিনের বিরুদ্ধে জমি বিক্রির পর জমির দখল বুঝিয়ে না দেয়া প্রতারণা, শক্তি প্রদর্শন সহ ৫২ লাখ টাকা আত্নসাৎয়ের অভিযোগ করে বিচার দাবীতে মানব বন্ধন করেছেন নগরীর ১৫ নং ওয়ার্ডে র কাশারী পট্টি ও কাটাবিল এলাকার ভুক্তভুগি জনগণ।
শনিবার কুমিল্লা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন চলাকালে যুবলীগ নেতা রোকনের বিরুদ্ধে অভিযোগ করে ইশরাত কবীর নিশাত বলেন রোকন তার দখলিয় একটি বিল্ডিং এর কিছু অংশ প্রবাসী জালাল উদ্দিনের কাছে বিক্রি করেন বিক্রির পর টাকা বুঝে পেয়েও জমির রেজিস্ট্রি ও জমির দখল বুঝিয়ে না দিয়ে উল্টা ধমকি হুমকি দিয়ে গাঢাকা দিয়েছেন।
এমতাবস্থায় উপায়ান্তর না পেয়ে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে একটি প্রতারণার মামলা করেছেন। মানববন্ধন চলাকালে অভিযোগ করে আরো বক্তব্য রাখেন নারগিস কবীর।
Facebook Comments Box