শুক্রবার , ৩০ মে ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদুল আযহা উপলক্ষে জনসাধারণের নিরাপত্তার জন্য পরামর্শ প্রদান, বাংলাদেশ পুলিশের

নিজস্ব প্রতিবেদক:
মে ৩০, ২০২৫ ২:১৬ পূর্বাহ্ণ
পঠিত: ৮৬ বার

আগামী ৭ জুন ২০২৫ পবিত্র ঈদুল আযহা (কোরবানির ঈদ) উৎযাপন উপলক্ষে দেশের নাগরিকরা যেন নির্বিঘ্নেবাড়িতে গিয়ে ঈদ উৎযাপন করতে পারে তার জন্য বাংলাদেশ পুলিশ নিন্মোক্ত পরামর্শ গ্রহণের জন্য জনসাধারণকে অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে এ তথ্য জনানো হয়।

                    <সেবা ও সতর্কবার্তা সমূহ>

——————-নিরাপদে ভ্রমণ করুন————————

♦️ঈদে যাঁরা বাড়ি যাবেন, তাঁরা ঈদের আগে ও পরে পর্যাপ্ত সময় নিয়ে ভ্রমণ পরিকল্পনা করুন। এতে ট্রেন, বাস, লঞ্চ ও ফেরিঘাটের শেষ মুহূর্তের মারাত্মক ভীড় এড়ানো সহজ হবে।

♦️জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাস, ট্রেন, লঞ্চ ও স্টিমারের ছাদে এবং ট্রাক, পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে ভ্রমণ করা থেকে বিরত থাকুন।

হাইওয়েতে নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহনে চলাচল পরিহার করুন।

চালককে দ্রুত গতিতে গাড়ি চালাতে তাগিদ দিবেন না। চালক যাতে নিয়ম মেনে গাড়ি চালায় এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করে সে দিকে লক্ষ্য রাখুন। অপেশাদার, ক্লান্ত বা অসুস্থ চালক যাতে গাড়ি না চালায় সে ব্যাপারে সতর্ক থাকুন।

♦️দুর্ঘটনা কবলিত নৌযান সনাক্তকরণের লক্ষ্যে নৌযান মালিকগণ নৌযানসমূহে ১০০-১৫০ ফুট লম্বা দড়ি সম্বলিত বয়া এবং লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখুন।

♦️হাইওয়েতে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি চালাবেন না। 

……………… যাত্রাপথে সতর্ক থাকুন…………………..

▶️যাত্রাপথে অপরিচিত কারো সাথে সিএনজি বা অন্য কোন যানবাহনে শেয়ারে চড়বেন না।

▶️যাত্রাপথে বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চ ঘাটে অপরিচিত কোন ব্যক্তির নিকট হতে কোন খাবার গ্রহণ করবেন না। হকার বা ফেরিওয়ালার কাছ থেকে কোমল পানীয়, ডাব, শরবত বা অন্য কোন খাবার গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকুন।

▶️যাত্রাপথে অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক থাকুন। কাউকে অজ্ঞান পার্টি, মলম পার্টি বা প্রতারক চক্রের সদস্য সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশকে খবর দিন বা ৯৯৯ এ কল করুন।

▶️আপনার আশেপাশের যাত্রীদের প্রতি সজাগ দৃষ্টি রাখুন। কেউ কোন বিপদে পড়লে তাকে সাহায্য করুন; কাউকে সন্দেহ হলে নিকটস্থ পুলিশকে জানান বা ৯৯৯ এ কল করুন।

………….কোরবানির পশু সংক্রান্ত পরামর্শ……………

▶️ট্রাক, লঞ্চ, নৌকায় বা ট্রলারে অতিরিক্ত পশু বোঝাই করবেন না।

▶️মহাসড়কের ওপর এবং রেললাইনের পাশে কোরবানির পশুর হাট বসাবেন না।

▶️পশুর হাটে নির্ধারিত হারে হাসিল পরিশোধ করুন। কেউ অতিরিক্ত হাসিল অথবা চাঁদা দাবি করলে নিকটস্থ পুলিশকে জানান।

▶️সীমান্তবর্তী অঞ্চলে পশুর চামড়াবাহী যানবাহন সীমান্তমুখী হলে সেগুলো পাচার হবার সম্ভাবনা থাকে। এ ধরণের সন্দেহজনক ক্ষেত্রে বিষয়টি স্থানীয় পুলিশকে জানান বা ৯৯৯ এ কল করুন।

পশুবাহী পরিবহনের সামনে পশুর গন্তব্য/স্থান/পশুর হাটের নাম লিখে ব্যানার টানিয়ে রাখুন।

…………….অর্থ লেনদেনে সতর্ক হোন………………….

▶️পশুর হাটে অর্থ লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করুন।

▶️বড় অঙ্কের নগদ অর্থ বহনের ক্ষেত্রে প্রয়োজনে পুলিশের সহায়তা (মানি এস্কর্ট) নিন।

▶️জাল টাকা সংক্রান্তে সতর্ক থাকুন। এ সংক্রান্তে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করুন।

▶️কোন নোট জাল সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশকে জানান।

▶️বিকাশ, রকেট, ইউক্যাশ, নগদ ইত্যাদিতে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। কোন অবস্থাতেই আপনার গোপন পিন নম্বর কারো সাথে শেয়ার করবেন না।

…………..শপিংমল/মার্কেটের নিরাপত্তা………………….

▶️শপিংমল/মার্কেটের নিরাপত্তায় সিসিটিভি, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরসহ অন্যান্য প্রযুক্তি ব্যবহার করুন।

প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমে ০১৩২০০০১৩০০, ০১৩২০০০১২৯৯, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ০১৩২০১৮২৫৯৮, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ০১৩২০১৭৭৫৯৮, নৌ পুলিশ হেডকোয়ার্টার্স ০১৩২০১৬৯৫৯৮, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ০১৭৭৭৭২০০২৯ নম্বরে এবং জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে যোগাযোগ করুন।

আপনার ঈদ হোক আনন্দময় ও উৎসবমুখর পুলিশের সেবা নিন, নিরাপদে থাকুন।

মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় (DNC)’র অভিযানে গাঁজাসহ আটক দুই

এনসিপিকে প্রটোকল না দেওয়ার চুড়ান্ত সিদ্ধান্ত করলো সেনাবাহিনী 

মহম্মদপুরের দুই সাবেক চেয়ারম্যান মাগুরায় আটক

কুমিল্লা সদর দক্ষিন উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২৫ উদ্বোধন

মুরাদনগরে আওয়ামী লীগের বর্ণাঢ্য আয়োজনে প্লান্টিনাম জয়ন্তী পালন

নওগাঁয় জোর করে ছাড়পত্র দিয়ে প্রাইভেট চেম্বারে রোগী ভাগিয়ে নেয়ার অভিযোগ, অভিযুক্ত ডাক্তার চৌধুরী বেজায় দাপুটে

কুমিল্লায় নবনির্মিত ৭ ট্রাফিক পুলিশ বক্সের উদ্ধোধন

কুমিল্লা পুলিশ লাইনে ছাত্র-জনতার উপর হামলাকারী আওয়ামীলীগের  ২ সদস্য গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে কুরুলা গাঙ্গের এর পানি দূষণে-আমির শার্ট লিমিটেড

কুসিকের ১ হাজার ৪৪ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা