শুক্রবার , ৪ অক্টোবর ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় মৃত ব্যক্তিকে আসামি করে সমন্বয়কের মামলা

নিজস্ব প্রতিবেদক :
অক্টোবর ৪, ২০২৪ ৮:৪৯ অপরাহ্ণ
পঠিত: ১৬৮ বার

গত ৪ আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ৯৬ জনের নাম উল্লেখ করে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. এমরান। ওই মামলায় ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।

তবে নাম উল্লেখ করা ৯৬ জনের মধ্যে ২ আওয়ামী লীগ নেতা মারা গেছেন আগেই। তাদেরও আসামি করা হয়েছে। মামলার নথিপত্র ঘেঁটে এবং স্বজনদের সাথে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মৃত আসামিদের মধ্যে একজন মৃত আ’লীগ নেতা মো. মমিন। তিনি গত ২৪ জুন ভোরে হাঁটতে বেরিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেন। তিনি সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন। দায়ের করা মামলায় তাকে ৩৩ নম্বর আসামি করা হয়েছে।

এ বিষয়ে প্রয়াত আওয়ামী লীগ নেতা মমিনের ছেলে মো. সাঈফ বলেন, আমার বাবা চলতি বছরের জুনের ৪ তারিখ ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছেন। মামলার বিষয়টি এখনই জানলাম। আমার বাবা তো জুনেই মারা গেছেন। তিনি কী করে ৪ আগস্টের হামলার ঘটনায় মামলার আসামি হন, সেটা তো ধারণার বাইরে।

মামলায় আসামি করা আরেকজন মৃত আ’লীগ নেতা ওয়াহিদুর রহমান ফরিদ। তিনি সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং পূর্ব জোড়কানন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি গত বছরের সেপ্টেম্বরেনকিডনিজনিত সমস্যার কারণে মৃত্যুবরণ করেন। দায়ের করা মামলায় তাকে ৫৫ নম্বর আসামি করা হয়েছে।

এ বিষয়ে প্রয়াত আওয়ামী লীগ নেতা ওয়াহিদুর রহমান ফরিদের বড় ছেলে মো. ফরহাদ বলেন, আমার বাবা মারা গেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। তিনি কিডনিজনিত সমস্যার কারণে মারা গেছেন। তার মৃত্যুর এক বছর পরের ঘটনার মামলায় তাকে আসামি করা হয়েছে। এটা কেমন অবিচার? একজন মৃত মানুষ কী করে আসামি হতে পারেন?

মামলার বাদী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুবির সমন্বয়ক মো. এমরান বলেন, মামলার অভিযোগ এবং অভিযুক্তদের নাম ঠিক আছে। আসামিদের নাম শনাক্তে কোনো ভুল আছে কি না আমরা খতিয়ে দেখছি।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মামলার বাদী অভিযুক্তদের নাম উল্লেখ করে মামলা করেছেন। পুলিশ সেটার তদন্ত করবে। মৃত কারও নাম পাওয়া যায় তবে তদন্তে তার নাম বাদ পড়বে। একটি ঘটনার বিষয়ে মামলা হলে সেই ঘটনার সত্যতা বেরিয়ে আসে পুলিশের তদন্তে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত প্রতিবেদন দাখিল করব।

প্রসঙ্গত, গত বুধবার (২ অক্টোবর) রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের মোবাইল তল্লাশি, হামলা, মারধর, গুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুবির সমন্বয়ক মো. এমরান। মামলায় ৯৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়। মামলায় ১ নম্বর আসামি করা হয় সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোটভাই, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, আবদুল হাই বাবলু।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

ক্লুলেস, যুবকের গলা কাটা লাশ উদ্ধার – হত্যায় জড়িত ১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

চাঁদা না পেয়ে মুরগী দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে

কুমিল্লায় র‍‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ০১

উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় আটক ০২

কুমিল্লা মুরাদনগরের ধর্ষনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা

রংপুরে বৈষম্যবিরোধী দুই নেতাকে সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদ,  ছাড়িয়ে নিতে ছুটে এলেন এনসিপি নেতা সারজিস

কুমিল্লার নাঙ্গল কোটে ০৬ নং আদ্রায় সালীশে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিতে মুয়াজ্জিনের স্ত্রীকে মারধরের অভিযোগ।

বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেফতার ৩

দৈনিক আলোর জগত পত্রিকার সম্পাদক-প্রকাশক ফারুক আলম তালুকদারের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল

কুমিল্লা দুদকের মামলায় তিতাস গ্যাসের অফিস সহায়কের তিন স্ত্রীকে কারাদণ্ড