সোমবার , ৭ অক্টোবর ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ফেইসবুকে অন্তর্বর্তী সরকারের ‘সমালোচনা’: এক সহকারী কমিশনার প্রত্যাহার

অনলাইন ডেস্ক :
অক্টোবর ৭, ২০২৪ ৩:৫০ পূর্বাহ্ণ
পঠিত: ১২০ বার

লালমনিরহাট জেলার এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করে ওএসডি করা হয়েছে; যিনি অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার সমালোচনা করে ফেইসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসেছিলেন।

আগের দিন ফেইসবুকে পোস্ট দেওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির পোস্ট ছড়িয়ে পড়লে পরদিন রোববার তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়।

রোববার তার ওই পোস্ট ছড়িয়ে পড়ার পর বিকালেই তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে (সহকারী সচিব) বদলি করা হয়, যা ‘অবিলম্বে’ কার্যকর করার কথা আদেশে বলা হয়।

তবে বদলির আদেশে ফেইসবুক পোস্টের বিষয়ে কিছু বলা হয়নি।

যোগাযোগ করা হলে উর্মি গণমাধ্যমকে  বলেন, “হ্যাঁ, ওটা আমার স্ট্যাটাস। আমিই দিয়েছি।”

তার পোস্ট নিয়ে আলোচনা শুরু হলে তিনি তা পরে ‘অনলি মি’ করে রেখেছেন এবং তার ফেইসবুক প্রোফাইল লক করে রেখেছেন।

লালমনিরহাটের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট শনিবার তার ফেইসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের এক বক্তব্যের উদাহরণ তুলে ধরে বলেন, ”কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।”

রোববার বিকালে লালমনিরহাট জেলার ডিসি এইচ এম রকিব হায়দার গণমাধ্যমকে  বলেন, “উনি আমাদের টিমে সবচেয়ে কনিষ্ঠ অফিসার। তাকে সরাসরি এই ধরনের স্ট্যাটাস নিয়ে জিজ্ঞেস করতে পারি না। তারপরও আমি আকার ইঙ্গিত জিজ্ঞেস করেছিলাম। তিনি স্পষ্ট উত্তর দিয়েছে যে, এটা তারই স্ট্যাটাস। এখন আমরা এটার জন্য বিধি অনুযায়ী ব্যবস্থা নেব।”

গত ৫ অগাস্ট ক্ষমতার পালাবদলের পর ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে প্রশাসন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনুগত কর্মকর্তাদের বাদ দিয়ে সেখানে ব্যাপক রদবদল হচ্ছে।

এ রদবদলের মধ্যেই অন্তত তিনজন সচিবকে নতুন করে নিয়োগ দেওযার পর আওয়ামী লীগ ‘অনুগত’ হিসেবে আবার তাদের প্রত্যাহারের ঘটনাও ঘটেছে।
সূত্র: বিডিনিউজ২৪.কম
Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

সিএমপিতে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

“বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের তৎপরতায় অভিযুক্ত সনাক্ত”

ইজতেমা মাঠে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত শতাধিক

নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী গ্রেফতার 

১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ-বিএফআইইউ

তুচ্ছতায় অশান্ত পাহাড়ে একক কর্তৃত্বধর নেতার ভয়ংকর প্রদর্শনী!

কুমিল্লার সদর দক্ষিনে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৪ নেতাকর্মীকে গণধোলাই

হবিগঞ্জের বানিয়াচংয়ে নাইন মার্ডার মামলায় সাংবাদিকসহ ৩ আসামি গ্রেফতারে সমালোচনার ঝড়! চেয়ারম্যান আহাদকে আনা হবে রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক পিঠালেন বিএনপির নেতা

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।