বুধবার , ১৬ অক্টোবর ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় উত্তরের ছাত্রলীগ নেতা আল আমিন গ্রেফতার

ঢাকা আউটলুক ডেস্ক :
অক্টোবর ১৬, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ
পঠিত: ১৭৩ বার

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আল আমিন সরকারকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

১৫ অক্টোবর মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ১৬ অক্টোবর বুধবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার আল আমিন সরকার কুমিল্লা মুরাদনগর উপজেলার ভাঙ্গরা বাজার থানার বি-চাপিতলা গ্রামের জুয়েল সরকারের ছেলে। তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন এবং কুমিল্লা-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাঙ্গীর আলম সরকারের স্বজন হিসেবে জানা যায়।

পুলিশ জানায়, আল আমিন নগরীর ঝাউতলা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে কুমিল্লা কোতোয়ালি থানার পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তাকে নগরীর ঝাউতলা এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

কুমিল্লা কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে তাকে আমরা গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে ৫ আগস্টের আগের দুটি মামলা রয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত