বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় দুই জনের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক :
অক্টোবর ১৭, ২০২৪ ২:৩৭ অপরাহ্ণ
পঠিত: ১০৪ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে শিউলি আক্তার (৩৫) নামে এক গৃহবধূসহ দুজনের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

নিহত শিউলি উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামের মামুনুর রশিদের স্ত্রী। তার বাবার বাড়ি মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে।

অপরদিকে উপজেলার উজিরপুর ইউনিয়নে স্ত্রীর সঙ্গে অভিমানে বিষপানের ছয়দিন পরে ঢাকায় নেওয়ার পথে সবুজ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান।

জানা গেছে, শিউলি আক্তার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসে বুধবার সকালে পরিবারের লোকজনের অগোচরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে শিউলি। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো. বশির আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন। সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এদিকে উপজেলার উজিরপুর ইউনিয়নের কালীকৃষ্ণপুর সাবেক টিলা গ্রামে বিয়ের তিন মাসের মাথায় স্ত্রীর সঙ্গে অভিমান করে গত শুক্রবার দিনে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে সুবজ নামে এক যুবক। সে ওই গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে। পরে পরিবারের লোকজন তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বুধবার বিকেলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে। পরে তার লাশ বাড়িতে আনা হলে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে। এ সংক্রান্তে বুধবার সন্ধ্যায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো. বশির আহমেদ জানান, উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে বাবার বাড়িতে শিউলি নামে মানসিক প্রতিবন্ধী এক গৃহবধূ আত্মহত্যা করেছে। অপরদিকে উজিরপুর ইউনিয়নের কালীকৃষ্ণপুর সাবেক টিলা এলাকায় স্ত্রীর সঙ্গে অভিমানে বিষপানের ৬দিন পরে এক যুবকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দু’টি লাশই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দু’টি ঘটনায় থানায় পৃথক অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত
iper

iper

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক পিঠালেন বিএনপির নেতা

আসুন দেখি “বাক স্বাধীনতা ও মুক্তমত প্রকাশের অধিকার” কতটুকু পেলাম?

কুমিল্লার চৌদ্দগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে গাড়িতে তল্লাশী চালিয়ে ১২৫ বোতল ফেন্সিডিলসহ আটক ৪।

কুমিল্লায় পুলিশের কার্যক্রম শুরু করতে সদর ও সদর দক্ষিণ থানা পরিদর্শনে সেনাবাহিনী

কুমিল্লার সীমান্তে মাদকসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

মুরাদনগরে আওয়ামী লীগের বর্ণাঢ্য আয়োজনে প্লান্টিনাম জয়ন্তী পালন

বিনা পারিশ্রমিকে কবর খোঁড়া মনু ‍মিয়া আর নেই

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২৮.৫ কেজি গাঁজাসহ আটক তিন

সিএমপিতে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২