বুধবার , ১ জানুয়ারি ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় নারী শ্রমিককে হত্যা চেষ্টায় অভিযুক্ত রকি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
জানুয়ারি ১, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ
পঠিত: ১১২ বার

কুমিল্লা সদর দক্ষিণে নারী শ্রমিকককে দা দিয়ে কুপিয়ে আহত করে আত্মগোপনে পালিয়ে যাওয়া প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি তদন্ত আবদুর রাজ্জাক।

বুধবার ( পহেলা জানুয়ারি) সকালে উপজেলার ইপিজেড ফাঁড়ির এসআই আহসান হাবিব ও তার টিম গোপন সংবাদের তথ্য অনুযায়ী ইপিজেড এলাকা থেকে প্রধান আসামি রকিকে গ্রেফতার করে।

জানা যায়, গত ২৮ ডিসেম্বর ভোর বেলায় কুমিল্লা সদর দক্ষিণ শাকতলা এলাকায় নার্গিস আক্তারের ভাড়াটিয়া কাজল বেগম ইপিজেডে চাকুরি করে। সকালে তিনি কর্মস্থলে যাওয়ারকালে পাশের ঘরের ভাড়াটিয়া রকি উচ্চ আওয়াজে সাউন্ড বক্স বাজায়। তিনি রকিকে সাউন্ড কমাতে বললে রকিসহ তার স্ত্রী মুন্নি আক্তার কাজল নামের ওই নারী শ্রমিককে এলোপাতাড়ি মারধর করার এক মুহুর্তে ধারালো বটি দা দিয়ে কাজল বেগমকে হত্যার উদ্দেশ্যে মাথায় কয়েকটি কুপ দেয়। এখন তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু সজ্জায় কাতরাচ্ছে। এ ঘটনার পর কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় আহত কাজলের স্বামী রকি ও তার স্ত্রী মুন্নি আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক বলেন, কুমিল্লার পুলিশ সুপার স্যারের সার্বিক দিক নির্দেশনায় আমরা সকল অপরাধীদের গ্রেফতার করে যাচ্ছি। সে আলোকে এ গার্মেন্টস কর্মীর স্বামীর মামলার পর পুলিশ প্রধান আসামিকে গ্রেফতার করে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আরেক আসামীকেও শীঘ্রই গ্রেফতার করার কাজ অব্যাহত আছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

আরিফ হত্যা মামলার ঘাতক চালক মোঃ সুমন গ্রেফতার

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৪ নং বারপারা ইউনিয়ন ও আ’লীগের নেতা সেলিম আহমেদ চেয়াম্যান গ্রেফতার

মা, বাবা ও ভাইয়ের কবরের পাশে শায়িত হলেন তোফাজ্জল

কুমিল্লায় র‍্যাব সিপিসি-২ এর অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দক্ষিণ মাঝিগাছা এলাকা হতে দলনেতাসহ ০৮ জন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার।

কুমিল্লা সদর দক্ষিণে মাদরাসার খেলার মাঠ দখলের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

কুমিল্লার ধর্ষণের ঘটনায় ১৫ দিনের মধ্যে মামলার অগ্রগতি জানানোর নির্দেশ -হাইকোর্টের

চলন্ত ট্রেনে মোবাইল চুরির অপবাদে হত্যা চেষ্টা, ভাইরাল ভিডিও এর ব্যাক্তি জীবিত

‘সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না’

কুমিল্লায় র‍্যাব এর অভিযানে ১৭৫ বোতল ফেন্সিডিল’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

সাংবাদিক নির্যাতন, আর কত?