শুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজের ছুরিকাঘাতেও পিছপা হননি এএসআই মেসবাহ, পাচ্ছেন পুরস্কার

অনলাইন ডেস্ক:
জানুয়ারি ১৭, ২০২৫ ৫:২০ পূর্বাহ্ণ
পঠিত: ১০৯ বার

চিহ্নিত চাঁদাবাজ ও কুখ্যাত ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হওয়া সত্ত্বেও অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়ে সেই ছিনতাইকারীকে আটক করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানার অতিরিক্ত উপপরিদর্শক (এএসআই) মো. মেসবাহ উদ্দিন।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ভাটারা থানার জে-ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

ভাটারা থানা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ওয়ারেন্টভুক্ত চিহ্নিত চাঁদাবাজ মো. মোবারক হোসেন নাফিজ তার কয়েকজন সহযোগী নিয়ে ভাটারা থানার জে-ব্লকের ফুটপাতের বিভিন্ন দোকান থেকে ভয় দেখিয়ে প্রকাশ্যে চাঁদা আদায় করছে এমন সংবাদের ভিত্তিতে এএসআই মোঃ মেসবাহ উদ্দিনসহ থানার টহল টিম দ্রুত সেখানে পৌঁছায়।

চাঁদাবাজদের গ্রেফতারের চেষ্টাকালে চাঁদাবাজ নাফিজ এএসআই মেসবাহ উদ্দিনকে চাকু ও হাতে থাকা স্টিলের কাটা চামচ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি বাম চোখে গুরুতর আঘাত পান।

গুরুতর আঘাত সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনে অনড় থেকে নাফিজকে গ্রেফতার করেন। এসময় নাফিজের সহযোগীরা জন দৌঁড়ে পালিয়ে যায়।

পরে নাফিজের কাছ থেকে হতে একটি সুইচ গিয়ার চাকু, একটি স্টিলের রক্তমাখা কাটা চামচ, বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায় করা টাকা জব্দ করা হয়।

 

আহত এএসআই মোঃ মেসবাহ উদ্দিনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তাকে দেখতে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা যান।

 

মেসবাহর এই সাহসিকতার জন্য তাকে পুরস্কারের ঘোষণা দেন আইজিপি (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) বাহারুল আলম।

আহত এএসআই মেসবাহ উদ্দিন বলেন, ‘জনগণের জান-মাল রক্ষায় সবসময় আমি আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আসছি। প্রকাশ্যে চাঁদাবাজির সংবাদ পেয়ে মো. মোবারক হোসেন নাফিজকে গ্রেফতারে ছুটে যাই। সে একজন ভয়ংকর ছিনতাইকারী ও চাঁদাবাজ। আমার চোখের ওপর গুরুতর আঘাত পাওয়া সত্ত্বেও এবং জীবনের ঝুঁকি নিয়ে তাকে গ্রেফতারে আমি অনড় ছিলাম। অবশেষে সাথে থাকা পুলিশ সদস্যদের সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হই।’


ভবিষ্যতেও যে কোন পরিস্থিতিতে অর্পিত দায়িত্ব পালনে তৎপর থাকবেন বলেও জানিয়েছেন তিনি।

 

ভাটারা থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতার নাফিজ ভাটারা এলাকার একজন চিহ্নিত ছিনতাইকারী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী। তিনি ও তার সহযোগীরা কিছুদিন ধরে ভাটারা থানা এলাকার ফুটপাতের দোকান থেকে চাঁদা আদায় করে আসছিল। নাফিজ ভাটারা থানার একটি ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় যুবলীগ নেতা আনোয়ারুল গ্রেপ্তার

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ আটক ২

কুমিল্লা ছত্রখিল পুলিশ ফাঁড়ির অভিযানে বিপুল পরিমাণ রেডবল সহ গ্রেফতার ৩

কুমিল্লা ব্রাক্ষ্মণ পাড়ায় ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

গোপালগঞ্জে ইউনও এর গাড়িতে হামলা

বিশ্ব আগুনে জ্বলছে’, বাইডেনকে দায়ী করলেন ট্রাম্প

৪০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

কুমিল্লা  পশুর হাট সংক্রান্তে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও হয়রানি রোধে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা

বিভিন্ন জালিয়াত, মাদক ও নারী ব্যবসায়ী যুবলীগ নেতা সফিকুল ইসলামক গ্রেফতার

কুমিল্লায় কেএফসি ভাঙ্গচুরের ঘটনায় মামলা, আটক ০৩