শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে বিভিন্ন এলাকায় দুস্থ ও অনাথ শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১:৫৬ পূর্বাহ্ণ
পঠিত: ৫১ বার

মহাপরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে মুন্সীগঞ্জসহ র‌্যাব-১০ এর আওতাধীন বিভিন্ন এলাকায় দুস্থ, অনাথ এবং সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছে র‌্যাব ফোর্সেস। আজ অদ্য ২০ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ ১২:৩০ মিনিটের সময় মহাপরিচালক র‌্যাব ফোর্সেস এর দিকনির্দেশনায় মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় অসহায় এতিম বাচ্চাদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন করেন র‌্যাব-১০ ব্যাটালিয়নের অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান, পিপিএম। অধিনায়ক র‌্যাব-১০ কর্তৃক মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর থানাধীন এলাকায় সমাজসেবা অধিদপ্তরের শিশু পল্লীতে এবং সিরাজদিখান থানাধীন কুসুমপুর জাগরণী সংসদ মাঠে দুস্থ ও অনাথ শিশুদের মাঝে ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প, ভলিবল, ব্যাডমিন্টন র‌্যাকেট ও নেট, ফুটবল ইত্যাদি ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এসময় র‌্যাব-১০ এর অধিনায়ক শিশুদের উদ্দেশ্য বলেন, “খেলাধুলা শুধুমাত্র শারীরিক সক্ষমতার পরীক্ষা নয় বরং এটি আমাদের মানসিক দৃঢ়তা, দলগত চেতনা এবং নৈতিকতার বিকাশ ঘটায়। খেলার মাধ্যমে আমরা শিখি কীভাবে জয়ের আনন্দ উদযাপন করতে হয় আর পরাজয়ের অভিজ্ঞতা থেকেও অনেক কিছু শিক্ষা গ্রহণ করা যায়। তিনি আরও বলেন শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো খেলাধুলা করা। শুধু শারীরিকভাবে সুস্থ থাকার জন্যই নয় বরং মানসিক বিকাশ ও নেতৃত্বের গুণাবলী অর্জনের জন্য ও ক্রীড়াচর্চা অপরিহার্য।” ক্রীড়া সামগ্রী পেয়ে অসহায়, দুস্থ ও অনাথ শিশুরা র‌্যাব-১০ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

র‌্যাব-১০ জনস্বার্থে জনগণের সেবা করার জন্য সর্বদা নিয়োজিত এবং ভবিষ্যতে এধরনের জনকল্যানমূলক কাজ অব্যাহত থাকবে। অধিনায়ক মহোদয় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং বিশৃঙ্খলা প্রতিরোধ এলাকাবাসীর সহযোগীতা চান এবং র‌্যাব-১০ সবসময় এলাকাবাসীর পাশে আছে বলে জানান। এসময় আরো উপস্থিত ছিলেন র‌্যাব-১০, সিপিসি-২, মুন্সীগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, র‌্যাব-১০ বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ, মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ, খন্দকার হাফিজুর রহমান, জাগরণী সংসদের সহসভাপতি, নুরুজ্জামান ভূঁইয়া পাপুলসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

নারী লিপ্সু ও চরিত্রহীন নাসিমের প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত শতাধিক নারী, আইজিপির কাছে অভিযোগ

চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, আহত ১২

পূজার ডিউটিতে আনসার থেকে লাখ টাকার বাণিজ্য

পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, চাকরি হারাচ্ছেন সেই এডিসি সাকলায়েন

কুমিল্লা জেলার লাকসামে বৃটিশদের দেওয়া বেগম উপাধি গ্রহণ করেননি, শেষ পর্যন্ত নওয়াব উপাধি দিতে হয়েছে এই নারীকে!

সুনামগঞ্জে বিএনপি নেতার ইন্ধনে সাংবাদিকদের উপর হামলা মারধরের অভিযোগ

Scientists discover largest black hole jet ever seen in the early universe — its twice as long as our galaxy

কুমিল্লা বুড়িচং এ পুলিশের অভিযানে ১৪০ কেজি গাঁজাসহ মাদকবহনকারী গাড়ি আটক।

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা

ঋণ শোধ না করেই রিজার্ভ কমে গেল ৯শ মিলিয়ন ডলার