
ঈদ উপহারের র্যাফেল ড্র এর নামে পুঁজি করে বিভিন্ন শপিংমল সহ ব্যবসা প্রতিষ্ঠান ক্রেতাদেরকে উৎসাহিত করে অর্থ হাতিয়ে নেওয়ার প্রতারণার দারুন ফাঁদ এটা আর নতুন কিছু নয়।
প্রতি ঈদের সময় সকলেই ঈদের শপিং করেন পরিবার পরিজনকে ঈদ আনন্দ দেওয়ার জন্য। সকলেই চায় তার পরিবারকে বড় শপিংমল থেকে ভালো কিছু কিনে দেওয়ার জন্য। সেই সুযোগটাকেই কাজে লাগান বড় বড় শপিংমলের কতৃপক্ষ! র্যাফেল ড্র এর নামে বিভিন্ন লটারীর পুরুস্কার নামে মার্কেটের সামনে জাকজমক লোভনীয় দামী দামী পণ্য সাজিয়ে রেখে ক্রেতা সাধারণকে আকৃষ্ট করে পণ্যের দামও অধিক রাখার অভিযোগ রয়েছে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে!
এমনি অভিযোগ উঠেছে কুমিল্লা মহানগরীর বিনোদন কেন্দ্র দ্বীপিকা ও দ্বীপালী সিনেমা হলের জমি দখল করে গড়ে তোলা রূপায়ন দেলোয়ার টাওয়ার”র বিরুদ্ধে। সিনেমা হলের জায়গা আওয়ামী দোসর ( সাবেক এমপি হাজী আ ক ম বাহার উদ্দিন বাহার – আবুল কাশেম মোহাম্মদ বাহাউদ্দিন বাহার ) অবৈধ ক্ষমতার দাপটে সরকারি নীতি বহির্ভূত ভাবে গড়ে তুলেন এই মার্কেট”টি! এখনো আওয়ামী দোসরদের ক্ষমতা বহাল রয়েছে উক্ত মার্কেটে তারই একটি ছোট্ট প্রমাণ পাওয়া গেল ঈদ উপহারের নামে র্যাফেল ড্র এর প্রতারণার। গত ১৩ এপ্রিল ২০২৫ ইং তারিখে রূপায়ন দেলোয়ার টাওয়ার ঈদ র্যাফেল ড্র করলে উক্ত মার্কেটে ঈদ শপিং করা ক্রেতারা ক্ষোভে ফুঁসে উঠেন র্যাফেল ড্র এর কারচুপির অভিযোগ তুলে। উক্ত বিষয় জানতে অনুসন্ধান কালে জানা যায় যে র্যাফেল ড্র উৎযাপন কমিটির কারচুপির অভিযোগটি মিথ্যাও নয়! র্যাফেল ড্র এর চার্টে কিছু কিছু পুরুস্কার প্রাপ্ত ব্যক্তিদের নাম প্রকাশ না করে শুধু মাত্র মোবাইল নাম্বার প্রকাশ করায় চার্ট অনুসারে পুরস্কার প্রাপ্তদের সাথে যোগাযোগ করে জানা যায় এক যোগে ১৮/১৯/২০ নাম্বার বিজয়ী এই ০১৮৩৩২৪৪৩৪৩ ব্যক্তিটি তাদের মার্কেটের এক দোকানের কর্মচারী। এছাড়াও উক্ত মার্কেটের কর্মচারী ও মার্কেট কতৃপক্ষের রিলেটিভদের নাম বেশি এসেছে র্যাফেল ড্র এতে এমন অভিযোগ রয়েছে।
উক্ত বিষয় র্যাফেল ড্র উৎযাপিত কমিটির সাথে যোগাযোগ করলে উৎযাপিত কমিটি র্যাফেল ড্র এতে কোন অনিয়ম হয়নি বলে বিভিন্ন যুক্তি ব্যক্ত করেন। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে দিয়ে প্রতিবেদক”কে সংবাদটি প্রকাশ না করার জন্য পরোক্ষ ভাবে হুমকি প্রদান করেন। দুইটি সর্ব সাধারণের বিনোদন কেন্দ্র দুইটি সিনেমা হল ভেঙ্গে কি ভাবে এই বিশাল মার্কেট গড়ে উঠলেন সেই সব নেপথ্য নিয়ে পরবর্তী সংবাদে বিস্তারিত দেখতে চোখ রাখুন ও আমাদের সাথেই থাকুন।