মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা টমছম ব্রীজে কাভার্ড ভ্যান চাপায় নিহত ০১

নিজস্ব প্রতিবেদক:
এপ্রিল ২২, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ
পঠিত: ৪২ বার

কুমিল্লা নগরীর রামমালা এলাকায় কাভার্ড ভ্যানচাপায় ইমন সরকার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন তার বড় ভাই সুমন সরকার।

নিহত ইমন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা। তিনি কুমিল্লার কোটবাড়িতে ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। সোমবার তিনি বড় ভাইয়ের সঙ্গে একটি ওষুধ কোম্পানিতে (রায়োচ সার্জিক্যাল) বিক্রয় কর্মকর্তা হিসেবে নতুন চাকরিতে যোগ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমন তার ভাই সুমনের মোটরসাইকেলে চড়ে রামমালা হলি ফ্যামিলি হাসপাতাল থেকে টমছমব্রিজের দিকে যাচ্ছিলেন। পথে রামমালা পানির ট্যাংক মোড়ে একটি দাঁড়িয়ে থাকা অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান ইমন। ঠিক তখনই পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালায়। স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান।

নিহতের খালাতো ভাই ফাহাদ সরকার জানান, ইমন এইচএসসি পাস করার পর আর পড়াশোনা করেননি। জীবিকার তাগিদে বড় ভাইয়ের সঙ্গে চাকরিতে যোগ দিয়েছিলেন মাত্র একদিন আগে।

কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রকিবুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় কিশোর গ্যাং সিবিকে ও র-স্কোয়াড গ্রুপের আরো ১২ সদস্য গ্রেফতার

কুমিল্লায় তৈলকুপি দক্ষিণ বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব ১১

কুমিল্লায় বিপুল পরিমাণ টাকা ও  মাদক জব্দ, আটক দুই

দেখা মিলল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের

সাংবাদিক জুয়েল খন্দকারের বিরুদ্ধে কাউন্সিলর সাহেদ ইকবাল বাবুর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

কুমিল্লায় র‍্যাব এর অভিযানে ১৭৫ বোতল ফেন্সিডিল’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নোয়াখালী লক্ষীপুরে বাস চাপায় অটোরিক্সা যাত্রী বৃদ্ধ নিহতের  ঘটনায় ঘাতক বাস চালক গ্রেফতার 

কুমিল্লার ঝাকুনিপাড়ায় ময়লার ভাগাড় থেকে উৎপাদন হবে বিদুৎ

উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানমের হস্তক্ষেপে পানিবন্দি থেকে মুক্ত হলো ১৯ টি পরিবার।

কুমিল্লা ইপিজেডে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক