
কুমিল্লা বিজিবি ১০ ব্যাটালিয়ন ২৯কুমিল্লায় ২৯ লাখ টাকার ভারতীয় মদ ও সিগারেট আটক লাখ টাকার অবৈধ ভারতীয় মদ এবং বিভিন্ন প্রকার সিগারেট আটক করেছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত প্রায় ১২ টার দিকে কুমিল্লা বিজিবির ১০ ব্যাটালিয়ন কুমিল্লার আদর্শ সদর উপজেলার আওতাধীন বিবিরবাজার বিওপি’র অধীনস্থ গোলাবাড়ী পোষ্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে বিজিবি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে বিষ্ণুপুর নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় ৬০ বোতল মদ এবং ১১ হাজার ৩ শত ৪০ প্যাকেট বিভিন্ন প্রকার সিগারেট আটক করা হয়।
যার বাজার মূল্য প্রায় ২৯ লাখ টাকা। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।
Facebook Comments Box