
আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে দীর্ঘ ৪ বছর কুমিল্লা সদর দক্ষিণে হাজেরা বেগম নামের এক নারীর পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল করে রেখেছিলো আওয়ামীলীগ নেতা গোলাম সারওয়ার। ৫ই আগস্টে আওয়ামীলীগ সরকারের পতনে তিনি কানাডায় থেকে যান। সরওয়ারের দখলকৃত জায়গাটি প্রশাসনের সহযোগিতায় হাজেরা বেগম আবারও ফিরে পায়। এখন সেই জায়গাটি আবারও দখলে নিতে গোলাম সারওয়ারের হুকুমে হুমকি-ধামকি দিচ্ছে তার বেয়াই রহমান মিয়া।
মঙ্গলবার (১৩ মে) এসব হুমকি ধামকির প্রতিবাদে হাজেরা বেগম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগ নেতা রহমানসহ তাদের ইন্দনদাতাদের গ্রেফতারের দাবি জানান।
জানা যায়, পৈত্রিক সূত্রে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের মোহনপুরে তমিজ উদ্দিনের ১ কানি সম্পত্তি ওয়ারিশ সূত্রে হাজেরা বেগম পান। পরবর্তীতে এ সম্পত্তি তার স্বামী জসিম উদ্দিনের নামে দলিল করা হয়। সেই জায়গার কিছু অংশ আওয়ামীলীগ নেতা গোলাম সারওয়ার ২০২১ সালে জোর করে দখল করে নেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ বছর ভয়ে সেই জায়গা না যেতে পারলেও ৫ই আগস্টের পর প্রশাসনের সহযোগিতায় আমার জায়গায় যেতে পেরেছি। এখন এই জায়গা দখলের ষড়যন্ত্র করছে আওয়ামীলীগ নেতা গোলাম সারওয়ার। তার বেয়াই আওয়ামীলীগ নেতা রহমানের নেতৃত্বে আওয়ামীলীগ নেতা হালিম মজুমদার নাসরিন সুলতানা লাকিসহ সন্ত্রাসী বাহিনী নিয়ে হুমকি ধামকি দেয়। তাদের গ্রেফতারের জন্য প্রশাসনের সহযোগিতা চাই।