
আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ও কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় চৌয়ারা গরু বাজারে র্যাব ১১ এর ভ্রাম্যমান সাপোর্ট সেন্টার ও জাল টাকা সনাক্তে ও অপরাধ দমনের পাশাপাশি আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা শহর ও এর আশে পাশের এলাকায় র্যাবের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মহাসড়কে যাত্রীসেবা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলস কাজ করে যাচ্ছে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা।
ঈদ উৎসবকে কেন্দ্র করে বিপনী বিতান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জনসাধারণের সমাগম অন্যান্য সময়ের তুলনায় বেশি থাকে। এই সুযোগ কাজে লাগাতে চোর, ছিনতাইকারী ও ডাকাত চক্রের সদস্যদের সক্রিয়তা বৃদ্ধি পায়। এরই প্রেক্ষিতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে গভীর রাত পর্যন্ত টহল কার্যক্রম পরিচালনা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহভাজন প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন তল্লাশীর কাযর্ক্র ম চলমান রয়েছে।
জননিরাপত্তা বিধানের পাশাপাশি কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন চৌয়ারা বাজার সংলগ্ন গরুর হাটে ‘র্যাব সাপোর্ট সেন্টার’ ¯াপনের মাধ্যমে জাল টাকা শনাক্তকরণ, সুপেয় পানি বিতরণ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং অন্যান্য গরুর হাটগুলোতে এ কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও জনসাধাণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে ও যেকোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে র্যাবের টহল টিমের পাশাপাশি সাদা পোষাকের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।