
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৪ নং বারপারা ইউনিয়নের চেয়ারম্যান সেলিম আহমেদকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানার একটি আভিযানিক দল।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম।
তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে রবিবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
উল্লেখ্য তিনি আওয়ামী লীগ ও সাবেক অর্থমন্ত্রীর ভাই সদর দক্ষিণ উপজেলার সাবেক চেয়ারম্যান গোলাম সারওয়ারের সাথে রাজনীতি করতেন।
গোলাম সারওরের প্রভাব খাটিয়ে তিনি বিনা ভোটে হয়ে গেছেন ৪ নং বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
গত ৫ ই আগস্টের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ার কারণে ইউনিয়ন পরিষদে কার্যক্রম চালাতেন না। চলে গেছেন আত্ম গোপনে।
সূত্রে জানাযায় এরপরই তিনি ভিবিন্ন স্থান পরিবর্তন করে নিজে লুকিয়ে রেখেছেন।
আজ তাকে গ্রেফতারে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ সক্ষম হন।
ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান তার বিরুদ্ধে মামলা রয়েছে, তাকে বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।