বৃহস্পতিবার , ১২ জুন ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

পাচার হওয়া অর্থ উদ্ধারের দায়িত্ব নিয়েছিল বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর আহসান এইচ মনসুর,  তবে নিজেই কি জড়িত টাকা পাচারের সাথে?

অনলাইন ডেস্ক:
জুন ১২, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ
পঠিত: ১২৫ বার

গত আগস্টের ২৪ সালে বাংলাদেশের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব্য পেয়েছেন এইচ মনসুর। 

ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, রিজার্ভ সংকট, উচ্চ খেলাপি ঋণ, সুশাসনের অভাবসহ ব্যাংকিং খাতে অস্থিরতার মধ্যে চ্যালেঞ্জ মোকাবিলায় আহসান এইচ মনসুরকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

অর্থ মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী চার বছর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

তবে নিজেই কি অর্থ পাচারের সাথে জড়িত,  অনুসন্ধানে উঠে এসেছে মনসুরের অর্থ ক্যালেঙ্কারি ও তার মেয়ের আলিশান জীবন যাপন এবং জ্ঞাত বহির্ভূত আয়। 

সম্প্রতি দুবাইয়ের একটি দলিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে গত ডিসেম্বরে আহসান এইচ মনসুর ও তার মেয়ে মেহরীন এইচ মনসুর দুবাইয়ে প্রায় ৪৭শ’ স্কয়ার ফিটে একটি ফ্ল্যাট কিনেছে, যার মূল্য প্রায় ১ কোটি ৩৫ লক্ষ দিরহাম বা বাংলাদেশী টাকায় ৪৫ কোটি টাকা।

আহসান এইচ মনসুরের কন্যা ছোটবেলা থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ বিলাসী জীবন যাপন করে। দুবাইয়ে তার কোটি কোটি টাকা বিনিয়োগ। প্রশ্ন হচ্ছে, মনসুর কন্যার এত টাকার উৎস কী?

অনুসন্ধানে নাম উঠে এসেছে পরিবেশে উপদেষ্টা রিজওয়ানার, জানাযায় পরিবেশ উপদেষ্টা রিজওয়ানাও একটা কাজ করতো। সে তার এনজিও বেলার মাধ্যমে উৎকোচ আদায় করতো। মানে বিভিন্ন কোম্পানি/কারখানা মালিককের পরিবেশের কথা বলে জিম্মি করে, মামলা করে মোটা টাকা আদায় করতো। যে টাকা দিতে অস্বীকার করতো, তার কারখানা প্রজেক্ট পরিবেশের কথা বলে আটকে দিতো।

একইভাবে আহসান এইচ মনুসরকে আগে থেকে টাকা পাচারের বিরুদ্ধে বেশ সরব দেখা যেতো। কিন্তু সেই সরব হওয়ার আড়ালে তিনি পাচারকারীদের থেকে কমিশন বাগাতেন কী না, সেটা তদন্তের বিষয়। আর যদি কমিশন নাই পান, তবে তার মেয়ের এত বিলাসী জীবনের উৎস কী ? কিংবা গত ডিসেম্বরে তিনি ও তার মেয়ে যে ৪৫ কোটি টাকার দিয়ে দুবাইয়ে ফ্ল্যাট কিনলেন সেই টাকাই বা পেলেন কোথায় ? তিনি যে বেতন পান তা দিয়ে তো এ ফ্ল্যাট কেনা সম্ভব না। সম্ভব কেবল আলাদিনের চেরাগ পেলেই। অনুসন্ধানে  প্রতিবেদকের হাতে সেই আলাউদ্দিনের চেরাগের সন্ধান করতে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য

হঠাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে যাওয়া আহসান এইচ মনসুর।

তার আদরের মেয়ে মেহেরিন সারা মনসুরের নামে গত ২৪শে ডিসেম্বর ২০২৪ সালে মাত্র ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছেন!

তথ্যমতে-দুবাইতে বাংলাদেশ ব‍্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের মেয়ের নামে ১৩ মিলিয়ন ৫০০০০০ দিরহামের প্রোপার্টির (৪৫ কোটি) খোঁজ পাওয়া গিয়েছে।

বাড়ির ডিজাইন,ক্রেতা ও বিক্রেতার নাম, প্রোপার্টির ডকুমেন্ট, ফ্ল্যাটের ছবি।

দুবাই তে বাংলাদেশ ব‍্যাংকের গভর্নর Ahsan H. Mansur এর মেয়ের নামে ১৩ মিলিয়ন ৫০০০০০ দিরহামের প্রোপার্টির (৪৫ কোটি) খোঁজ পাওয়া গিয়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিকভাবে চলছে আলোচনা সমালোচনা।

আরো জানাযায় প্রিমিয়ার ব্যাংক গত মাসে বাংলাদেশ ব্যাংকের অডিট হেড অফিসে এসে ৫০০ কোটি টাকার তছরুপের ঘটনা ধরে ফেলে। এটা ব্যাংকের কিছু হেড থেকে জালিয়াতির মাধ্যমে ৩/৪ জন সিনিয়র কর্মকর্তার দ্বারা টাকা নগদ উত্তোলন করে গোপন জায়গায় প্রদান করে।

শুনা যাচ্ছে যে এই টাকাই নাকি গভর্নর বা কোন উচ্চ রাজনৈতিক ব্যক্তির কাছে প্রদানের মাধ্যমে ব্যাংকের বোর্ড ভাঙ্গা থামানো হয়।

যদিও বাংলাদেশ ব্যাংক ওই অফিসিয়ালদের থেকে undertaking স্বাক্ষর করে নিয়ে গেছে যেন আগামী জুনের মধ্যে এটা শোধ করে শেষ করা হয়। না হলে দুদকের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত