বৃহস্পতিবার , ১২ জুন ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো কুমিল্লা সরকারি সিটি কলেজ

নিজস্ব প্রতিবেদক:
জুন ১২, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ
পঠিত: ৯৪ বার

কুমিল্লা সরকারি সিটি কলেজের এইচএসএসসি পরীক্ষায় উত্তীর্ণ যে সকল শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে তাদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫ সম্মাননা দেন কুমিল্লা সরকারি সিটি কলেজ।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সরকারি সিটি কলেজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহ্বায়ক ড. কাজী মুহাম্মদ শাহনূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আহমেদ।

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করত হবে। দেশ সেরা কৃতিত্ব অর্জনের মধ্য দিয়ে সংবর্ধনা নেওয়া নতুন প্রজন্মরা আগামীতে নিজেকে মেলে ধরবে।

তিনি আরও বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শেখায়। কুমিরল্লা সরকারি সিটি কলেজ থেকে শিক্ষা অর্জন করে অনেকেই আজ দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে কর্মরত আছেন এবং সততার সাথে দেশের জন্য কাজ করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ জামসেদুল আলম, আবুল কাশেম। বক্তব্য রাখেন প্রভাষক বদিউল আলম মৃধা, সহকারী অধ্যাপক নূরে আলম সিদ্দিকী, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন, কামরুল হাসান, মোহাম্মদ যোবায়ের মিয়া, আবুল কাশেম, নজরুল ইসলাম সরকার, সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মেহের ফাতেমা প্রমুখ।

শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামিদুর রহমান সিয়াম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তাসনিম হাসান ইমন, বুয়েটের কাজী তাসাদ তনয়, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির শাফুনুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেহেদী হাসান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাজ্জাত হোসেন, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের আরিফ হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বখতিয়ার হামীম, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাজমুল হাসান ইসহাক, ইমতিয়াজ আহমেদ।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন

বিভিন্ন জালিয়াত, মাদক ও নারী ব্যবসায়ী যুবলীগ নেতা সফিকুল ইসলামক গ্রেফতার

কুমিল্লার কোতোয়ালীতে  ৪০ গাঁজাসহ আটক ০১।  

এইচএসসির ফলাফল প্রকাশ আজ, দ্রুত ফলাফল পেতে যা করবেন

কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍‍্যাব-১১

সুনামগঞ্জে বিএনপি নেতার ইন্ধনে সাংবাদিকদের উপর হামলা মারধরের অভিযোগ

ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ১২ কেজি গাঁজাসহ আটক এক

জামায়াতের কর্মী সংখ্যা বাড়াতে বললেন পুলিশ কর্মকর্তা

বিআরডিবি কুমিল্লা জেলা সিবিএর ২৫-২৬ সালের কমিটি ঘোষণা

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির সাথে পুলিশ সুপার কুমিল্লার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) স্বাক্ষর।