মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপি নেতা সারোয়ার তুষারের কুপ্রস্তাবের স্ক্রিনশট ভাইরাল

অনলাইন ডেস্ক:
জুন ১৭, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ
পঠিত: ১১৬ বার

দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা সমালোচনা। গতকাল সোমবার সাংবাদিক জাওয়াদ নির্ঝর সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথনের একাধিক অডিও প্রকাশ করেন।

এবার কুপ্রস্তাব দেওয়ার টেক্সটের স্ক্রিনশট প্রাকাশ করলেন জাওয়াদ নির্ঝর।

আজ মঙ্গলবারে নিজের ফেসবুকে সেই দুটি স্ক্রিনশট প্রকাশ করেন তিনি।
স্ক্রিনশটের ক্যাপশনে জাওয়াদ নির্ঝর লেখেন, ‘সারোয়ার তুষার এর সেই ঐতিহাসিক টেক্সট! আপনার (সারোয়ার তুষার) কারণে গোটা এনসিপির মান-ইজ্জত সম্মান হুমকির মুখে পড়ছে। এনসিপির নেতাদের নারীর প্রতি কেমন সম্মান সেটা জাতি জেনে গেছে।’

জাওয়াদ নির্ঝরের দাবি, তার প্রকাশিত অডিওটি ৪৭ মিনিটের।

তবে তিনি ৩ মিনিট ৫০ সেকেন্ডের একটি অডিও নিজের ফেসবুকে প্রকাশ করেছেন। যা ওই কথোপকথনের চুম্বক অংশ। গতকাল সোমবার তিনি ফেসবুকে ওই অডিও প্রকাশ করেন।

জাওয়াদ নির্ঝরের পোস্ট করা ওই অডিওতে শোনা যায়, সারোয়ার তুষারের কণ্ঠসদৃশ একজন এক তরুণীর সঙ্গে কথা বলছেন।

এতে ওই নারীকে অভিযোগ করতে শোনা গেছে, তাকে কুপ্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে তার ছবি চাওয়া হয়। যাতে ওই নারী অবাক হন বলে জানান। তবে ছবি চাওয়ার পেছনে অন্য কোনো ইনটেনশন নেই বলে দাবি করেন তুষার কণ্ঠসদৃশ ব্যক্তি। একপর্যায়ে এমন প্রস্তাবের জন্য ওই নারীর কাছে দুঃখপ্রকাশ করতে শোনা যায়।
তাদের কথোপকথন থেকে বোঝা যায়, এটি গত রমজানের কোনো একসময়ের অডিও। যেখানে ইফতারের পর ওই নারীকে সাক্ষাৎ করার অনুরোধ জানানো হয়।

২০২১ সালের জানুয়ারিতে রাষ্ট্রচিন্তার অন্যতম সংগঠক সারোয়ার তুষারের বিষয়ে বীথি সপ্তর্ষি নামে এক নারীর অভিযোগের ভিত্তিতে সংগঠনটি একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মির্জা তাসলিমাকে আহ্বায়ক করে আলোকচিত্রী শহিদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া (পরবর্তী সময়ে জ্যোতির্ময় বড়ুয়ার স্থানে আইনজীবী সাদিয়া আরমান) এবং গবেষক দিলশানা পারুলের সমন্বয়ে গঠিত ৫ সদস্যের কমিটি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে।

সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের গ্রহণযোগ্য নিষ্পত্তি হয়নি বলে গত ৬ মে জানিয়েছিলেন ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম। ওই দিন ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাউদকান্দিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

সহযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ তুলে রাজনীতি ছাড়ার ঘোষণা বৈষম্যবিরোধী নেত্রীর

পুলিশের গুলিতে ০২ জন স্কুল শিক্ষার্থী আহত

কুমিল্লায় ২০ কেজি গাঁজা ও ১৪৭ বোতল ফেন্সিডিল’সহ আটক এক

আগামীকাল ৬০ কিমি বেগে ঝড় হতে পারে- আবহাওয়া অফিস

আগুনে দগ্ধ শিশু ফাতেমার দায়িত্ব নিলেন রবিউল ইসলাম নয়ন

হবিগঞ্জের বানিয়াচংয়ে নাইন মার্ডার মামলায় সাংবাদিকসহ ৩ আসামি গ্রেফতারে সমালোচনার ঝড়! চেয়ারম্যান আহাদকে আনা হবে রিমান্ডে

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে কাজ করে

কুমিল্লার মুরাদনগরে ধর্ষনের ঘটনায় রহস্যের ধ্রুম্রজাল

কুমিল্লায় টিসিবির পণ্যে বিক্রির ঠিকাদারদের অনিয়মের অভিযোগে