
জুলাই-আগস্ট আন্দোলনে নোয়াখালীর চাটখিলে থানা থেকে অস্ত্র নিয়ে পালানোর সময় সেই অস্ত্রের গুলিতে নিহত হন মো. ইমতিয়াজ। তার মৃত্যুকে শহীদ বানিয়ে ‘জুলাই বাণিজ্য’ ও জুলাইযোদ্ধাদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ এনে তার বাবার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে নোয়াখালীর চাটখিল আলিয়া মাদরাসা মিলনায়তনে চাটখিল উপজেলা ছাত্র সমাজ আয়োজিত সংবাদ সম্মেলনে ইমতিয়াজের বাবা হাবিবুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাটখিলে জুলাই আন্দোলনে অংশ নেওয়া নোয়াখালী সরকারি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম রনি।
তিনি বলেন, ‘ইমতিয়াজের মৃত্যুকে শহীদ দেখিয়ে তার বাবা হাবিবুর রহমান গেজেটভুক্তির মাধ্যমে সরকারি সুযোগ-সুবিধা আদায় করেছেন। মামলার ভয় দেখিয়ে রাজনৈতিক সুবিধা আদায়সহ ৭০-৮০ লাখ টাকা ও ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’ থেকে আরো ১৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
তিনি আরো জানান, ইমতিয়াজ কোনো ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না। বরং থানা থেকে লুট করা অস্ত্র কোমরে রেখে পালানোর সময় ওই অস্ত্রের গুলিতেই সে মারা যায়।
এরপর তার বাবা জুলাই আন্দোলনে তার ছেলে শহীদ হয়েছে বলে জুলাই স্মৃতি ফাউন্ডেশনসহ বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ অর্থ বাণিজ্য করে। তার বাবার জুলাই বাণিজ্য নিয়ে আমরা জেলা প্রশাসকের কাছে অভিযোগ করলে তিনি জুলাইযোদ্ধাদের বিরুদ্ধে ১০ লাখ টাকার চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তোলেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেব।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন একই কলেজের শিক্ষার্থী গোলাপ হোসেন ফরহাদ।