শুক্রবার , ৮ আগস্ট ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া করে সাংবাদিককে গলা কেটে হত্যা

অনলাইন ডেস্কঃ
আগস্ট ৮, ২০২৫ ৪:৫৫ পূর্বাহ্ণ
পঠিত: ৬২ বার

গাজীপুরে আসাদুজ্জামান তুহিন (৩৮) নামের এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক।

নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। এরপর তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। 

বাসন থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কারা বা কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে। খুনিদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।’

পাথর দিয়ে সাংবাদিকের পা থেতলে দিল সন্ত্রাসীরা
 
এদিকে গাজীপুর সদর থানার কাছে প্রকাশ্যে এক সংবাদকর্মীকে পাথর দিয়ে পা থেতলে দিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তাকে ব্যাপক মারধর করা হয়। সন্ত্রাসীদের কাছ বার বার আকুতি করেও আনোয়ার হোসেন সৌরভ নামের ওই সংবাদকর্মী রেহাই পাননি। এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 

স্থানীয়রা জানায়, বুধবার বিকেল ৫টার দিকে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ারের ওপর এ নির্যাতন চালানো হয়।

ভিডিওতে দেখা যায়, রাস্তায় আনোয়ার হোসেন সৌরভকে কয়েকজন দুর্বৃত্ত মারতে মারতে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। কেউ লাঠি দিয়ে আঘাত করছে, কেউ লাথি মারছে। কিছু দূর টেনে নেওয়ার পর এক সন্ত্রাসী আনোয়ারের দিকে উত্তেজিত হয়ে ইট নিয়ে যাচ্ছে আঘাত করার জন্য। এক পর্যায়ে সে ইট দিয়ে একাধিকবার আঘাত করে পা ও শরীর থেতলে দেয়। তার বুকের ওপর উঠে লাফাতে থাকে।

ভিডিওতে আরও দেখা যায়, পুলিশ সদস্যের উপস্থিততে আনোয়ারের ওপর চলে নির্মম এ নির্যাতন। ইট দিয়ে পা থেতলে দেওয়ার পর একজন পুলিশ সদস্য এগিয়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। আনোয়ারকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।

হাসপাতাল সূত্র জানায়, আনোয়ারের পায়ে মারাত্মক জখম হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আনোয়ার হোসেনের মা আনোয়ারা বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

লালবাগে যৌথবাহিনীর অভিযানে মাদক সহ বিভিন্ন মামলার ০৯ জন গ্রেফতার

সাংবাদিক নির্যাতন বন্ধ হয় না, হবেও না….

সহযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ তুলে রাজনীতি ছাড়ার ঘোষণা বৈষম্যবিরোধী নেত্রীর

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে

বসুন্ধরায় রিফিল কারখানার গ্যাস চুরির গুরুতর অভিযোগ!

অবৈধভাবে মাটি কাটায় কুমিল্লায় ২ জনকে কারাদণ্ড

ভূমিকম্পে কাঁপল কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থান, রিখটার স্কেল ৪.১

কুমিল্লা জেলার সবচেয়ে বেশি ইটভাটা মুরাদনগর উপজেলায়

কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন