বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ভূচ্চি বাজারে হামলার ঘটনায় প্রধান আসামি রাজু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
অক্টোবর ৯, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
পঠিত: ১২ বার

কুমিল্লার লালমাই উপজেলার ভূচ্চি বাজারে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় হামলার ঘটনার প্রধান ও মাদক মামলার আসামি মামুনুর রশীদ রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম।

জানা গেছে, গত ৬ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় উপজেলার ভূচ্চি বাজারে আমিনুল ইসলাম মার্কেটের আংশিক মালিক মাঈনুদ্দিন চিশতী ভাড়া তুলতে গেলে স্থানীয় সন্ত্রাসী মামুনুর রশীদ রাজু, ইব্রাহিম খলিল সুজন, সাহিদ ও হারুনুর রশিদসহ ৮-১০ জন সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায়। তারা মাঈনুদ্দিন চিশতীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে রাজু ও তার সহযোগীরা তাকে এলোপাথাড়ি মারধর করে গুরুতর আহত করে। এতে তার বাম চোখে জখম হয়।

এ সময় মাঈনুদ্দিন চিশতীকে বাঁচাতে এগিয়ে গেলে মিজানুর রহমান জাকির, আরিফুর রহমান ও মোস্তফা কামালও মারাত্মকভাবে আহত হন। হামলাকারীরা তাদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

মামলার বাদী মাঈনুদ্দিন চিশতী বলেন, “বিবাদীরা আমাদের ওপর হামলা চালানোর পর লালমাই থানা পুলিশ দ্রুত মামলা রুজু করে এবং প্রধান আসামি রাজুকে গ্রেফতার করেছে। আমরা আশা করছি বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।”

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, “হামলার ঘটনায় প্রধান আসামি রাজুকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। আসামি রাজুর বিরুদ্ধে ২০২২ সালে একটি মাদক মামলা আছে। গ্রেফতারের পর তাকে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে মালিহার পদত্যাগ

চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে AK-47 দিয়ে গুলিবর্ষণকারী যুবলীগ কর্মী নোয়াখালীর সোনাইমুড়ী থেকে গ্রেফতার

নিখোঁজ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর সন্ধান মিলেছে

ফেইসবুকে অন্তর্বর্তী সরকারের ‘সমালোচনা’: এক সহকারী কমিশনার প্রত্যাহার

১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ-বিএফআইইউ

ছেলের মৃত্যুকে শহীদ দেখিয়ে জুলাই বাণিজ্যের অভিযোগ

আ’লীগ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলো পানছড়ির দুই যুবলীগ নেতা

‘জুলাই সনদ অধিকারনামা’ শিরোনামে এনসিপির নামে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার

চাঁদপুর র্যাব ১১ এর অভিযানে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা মোঃ ইয়াসিন’সহ ১৬ জন সক্রিয় সদস্য আটক

পতেঙ্গায় আ. লীগ নেতা মধু আলমগীর গ্রেপ্তার – মূল সহযোগী গাভী ইলিয়াস অধরা