মঙ্গলবার , ৯ জুলাই ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় পেঁয়াজের বাজারে অস্থিরতা

ঢাকা আউটলুক ডেস্ক :
জুলাই ৯, ২০২৪ ১২:৫৯ পূর্বাহ্ণ
পঠিত: ১১২ বার

শাহাদাত কামাল শাকিল//

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় পেঁয়াজের বাজারে অস্থিরতা বিরাজ করছে। এক সপ্তাহে  কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পেঁয়াজের দাম বেড়েছে দাবি ব্যবসায়ীদের। তবে ক্রেতাদের অভিযোগ দাম বৃদ্ধির পেছনে রয়েছে ব্যবসায়ীদের সিন্ডিকেট।পেঁয়াজের মতো বৃদ্ধি পেয়েছে সবজির দাম। এতে বিপাকে পড়েছেন সীমিত আয়ের মানুষ। সদর দক্ষিণ উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজ ১০৫ টাকা থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ এক সপ্তাহ আগেও কুমিল্লা জেলায় পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকায়।ক্রেতাদের অভিযোগ,পদুয়ার বাজারে মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা যেভাবে পারছেন সেভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করছেন। একেক সময় একেক অজুহাত দাঁড় করিয়ে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে ক্রেতাদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছেন। মূলত কুমিল্লার পাইকারী আড়ত কতিপয় ব্যবসায়ী মিলে  সিন্ডিকেট করে নিত্য পণ্য দাম বাড়িয়ে থাকেন বলে অভিযোগ তাদের।ব্যবসায়ীরা জানান,মূলত বাজারে সরবরাহ কম ও আমদানিকৃত পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় পাইকারি বাজারেও দাম বেড়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2