বৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ইয়াবাসহ ৪ মাদক ব্যাসায়ী আটক

ঢাকা আউটলুক ডেস্ক :
জুলাই ১১, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ
পঠিত: ১০৫ বার

নিজস্ব প্রতিবেদক //

কুমিল্লায় ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

১১ জুলাই  র‍্যাব- ১১, সিপিসি- ২ কুমিল্লার উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১১ জুলাই) ভোররাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন  মতিনগর এলাকায় অভিযান পরিচালনা করে।


১১ জুলাই বৃহস্পতিবার ভোররাতে জেলার কোতোয়ালি মডেল থানাধীন মতিনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কুমিল্লা কোতোয়ালি মডেল থানার মতিনগর গ্রামের মো. সাদেক মিয়ার ছেলে মো. কাইয়ুম মিয়া (২৪), একই গ্রামের মো. নুরু মিয়ার ছেলে মো. লিমন হোসেন (২৪), কুমিল্লার দাউদকান্দি থানার তালতলী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. সোহাগ হোসেন (২৬) ও কুমিল্লা কোতয়ালি মডেল থানার বারপাড়া গ্রামের মো. হালিম মিয়ার ছেলে মো. ইয়াছিন (২৩)।

র‌্যাব জানায়, আসামিদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত মোটরসাইকেল ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইন আনুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় যৌতুকের জন্য মারধর ও যৌনাঙ্গে গরম খুন্তির ছ্যাঁকা আটক ০৩।

ব্রাহ্মণপাড়ায় ৩০০ বোতল স্কাফ সিরাপ ও ৫০ বোতল ফেনসিডিলসহ আটক ০১।

নিখোঁজের সাত দিন পর শিশু মুনতাহার লাশ উদ্ধার

‘ইউনিয়ন পরিষদ ভেঙে দিলে কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো’

আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কৃষককে আওয়ামী লীগের সভাপতি বানিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগ করা হয়েছে

আটক করে নিয়ে গুলি করে দেব কুড়িগ্রাম উলিপুর থানার পুলিশের হুমকি

১২ সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণ

কুমিল্লা ০৮ আসনের সাবেক এমপি নাছিমুল কারাগারে

গাজীপুরে মোজাম্মেল হকের বাড়ি ভাঙতে গিয়ে জনতার হাতে সমন্বয়কসহ আহত ১৫