
ফরহাদ মজহারের বউ উপদেষ্টা ফরিদা আখতার আজকে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বলেছেন,
আমেরিকা বাংলাদেশের কৃষিখাত দখল নিতে চায় এবং তারা এটা নিয়েই ছাড়বে।
আমেরিকা আমাদের কৃষিতে GMO ফুড ঢুকাতে চায় এবং এজন্য তারা কোম্পানি নিয়ে চলে আসতে প্রস্তুত।ব্রাজিল বা জাপান আমাদের কৃষিখাতে ঢোকার জন্য অনুরোধ জানায় কিন্তু যুক্তরাষ্ট্র নাকি বলে দিয়েছে,কোনো কথা শুনতে চাইনা আমাদের কথা মানতেই হবে।
এছাড়াও যুক্তরাষ্ট্র আরো বলেছে,তাদের থেকে বাংলাদেশে মাংস আমদানি করতে হবে।বাংলাদেশ কর্তৃপক্ষ সরাসরি মানা করার সাহস রাখেনা তাই তারা বলেছিল,আমাদের দেশের মানুষ হালাল হারাম বিবেচনা করে খাবার খায় তাই তারা এই আমদানি করা মাংস খাবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে।
এর উত্তরে যুক্তরাষ্ট্র বলে দিয়েছে,দরকার হলে বাংলাদেশ থেকে ৩০ হাজার মোল্লা আমেরিকায় নিয়ে তাদের উপস্থিতিতে গরু জবাই করে তারপর মাংস প্রস্তুত করে পাঠানো হবে, তারপরও আমদানি করতেই হবে।
সম্ভবত আমেরিকার সাথে যে গোপন চুক্তি করা হয়েছে এগুলো তার দুয়েকটা মাত্র,আরো কি কি উপায়ে যে দেশের মেরুদন্ড বিক্রি করে দিয়ে আসছে একমাত্র আল্লাহই ভাল জানেন।