শুক্রবার , ৭ মার্চ ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

এবার ৮ বছরের শিশু ধর্ষণ: মাগুরায় থানা ঘেরাও করল ক্ষুব্ধ জনতা

অনলাইন ডেস্ক:
মার্চ ৭, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ
পঠিত: ৭৫ বার

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় সদর থানা ঘেরাও করেছে একদল বিক্ষুদ্ধ জনতা। আজ শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষোভ করে সদর থানার প্রধান ফটক ভাঙতে যায় তারা। এ সময় সেনাবাহিনী চলে এলে জনতা ছত্রভঙ্গ হয়ে যায়।

জানা যায়, আজ নামাজের পর শহরের ভায়না মোড় ও চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ করতে থাকে স্থানীয় কিছু কিশোর বয়সী মুসল্লিরা। এরপর কয়েকটি দলে ভাগ হয়ে তারা সদর থানা মেইন গেইটে অবস্থান নেয়। সে সময় থানার গেইট ভাঙতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশকে ‘ভুয়া’ বলে স্লোগান দিতে থাকে তারা। একপর্যায়ে বিক্ষুদ্ধ জনতা সদর থানার প্রধান ফটক ভাঙতে যায়। এ সময় সেখানে সেনাবাহিনী চলে এলে বিক্ষুদ্ধ জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। মাগুরা সদর থানার সামনে তখন পুলিশ, আনসার সদস্যরা ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের দেখা গেছে।

এ বিষয়ে মাগুরা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। তবে পুলিশ এ বিষয়ে তৎপর বলেই অভিযুক্তদের আটক করেছে। শিশুটির চিকিৎসা চলছে। হয়তো সেজন্য আইনগত বিষয়ে তার পরিবার বিলম্ব করছে। দেশের প্রচলিত আইন অনুসারে পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, ‘কিন্তু আমরা দেখছি একদল বিক্ষুদ্ধ জনতা ধর্ষকদের বিচারের দাবি করছে এখনই। এটা কি করে সম্ভব এখনই? আইনগত প্রক্রিয়া না হলে দোষী সাব্যস্ত করা সম্ভব নয়। তাই আমরা বিক্ষুদ্ধ জনতাকে বলেছি, পুলিশ তৎপর আছে, আপনারা বাড়ি যান। কিন্তু তা না করে সদর থানা ঘেরাও করতে এসেছে তারা। এ জন্য সেনাবাহিনীর সহযোগিতায় আপাতত পরিস্থিতি শান্ত করা হয়েছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

হাসপাতালে ঢুকে বৈষম্যবিরোধী নেতাসহ ১০ জনকে বেধরক পিটুনি, গ্রেফতার  ৩

কুমিল্লার ধর্ষণের ঘটনায় ১৫ দিনের মধ্যে মামলার অগ্রগতি জানানোর নির্দেশ -হাইকোর্টের

কুমিল্লা সদর দক্ষিণে ডাকাতির প্রস্তুতির সময় ৩ ডাকাত আটক

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির সাথে পুলিশ সুপার কুমিল্লার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) স্বাক্ষর।

ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ১২ কেজি গাঁজাসহ আটক এক

কুমিল্লায় গণধর্ষনে আত্মগোপনে থাকা আসামী নবীর গ্রেফতার

কুমিল্লা মুরাদনগরের ধর্ষনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা

বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক তানিফা সড়ক দুর্ঘটনায় নিহত

চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ শিবিরকর্মীদের বিরুদ্ধে

কেন্দুয়ায় তৎকালীন পুলিশের এস আই আব্দুল কাদেরের বিরুদ্ধে মামলা