সোমবার , ১৫ জুলাই ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা নগরীতে ৩৬ ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া মালামাল উদ্ধার গ্রেফতার ০২

ঢাকা আউটলুক ডেস্ক :
জুলাই ১৫, ২০২৪ ৯:৫৫ অপরাহ্ণ
পঠিত: ১১৪ বার

নিজস্ব প্রতিবেদক //

কুমিল্লা নগরীতে ছিনতাইয়ের ৩৬ ঘণ্টার মধ্যে মালামাল উদ্ধার সহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গেল ১৩ জুলাই নগরীর রানীর দিঘীরপাড় থেকে তৌফিকুল ইসলাম সবুজ নামে একজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ও কুপিয়ে আহত করে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনতাই করে ছিনতাইকারীরা একটি ব্যাটারি চালিত অটোরিকশা উঠে পালিয়ে যায়। এ ঘটনায় ১৪ জুলাই ভুক্তভোগী সবুজ কোতয়ালী মডেল থানায় মামলা করেন।

এ নিয়ে পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন এর নেতৃত্বে পুলিশ অভিযানে নামেন। পরে ১৫ জুলাই সোমবার মধ্যে রাতে নগরীর মুরাদপুর থেকে মো. রকি (১৯) ও পশ্চিম ঠাকুরপাড়া এলাকা থেকে আল মোকাদ্দিম রিয়াজ (২৫) দুছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাপাতি ও একটি ছেনি জব্দ করা হয়। এছাড়া ছিনতাইকৃত চার হাজার ৫০০ টাকা টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত রকি নগরীর রানীর দক্ষিণ চর্থা এলাকার শাহআলম মিয়ার ছেলে ও আল মোকাদ্দিম রিয়াজ নগরীর রানীর বাজারের নোনাবাদ কলোনি এলাকার সৈয়দ আহম্মদ খোকন এর ছেলে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

ও গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করে। তারা দীর্ঘদিন ধরে শহর ও আশপাশ এলাকায় ছিনতাই করে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, নাজমুল হাসান রাফি, কামরান হোসেন।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

সর্বশেষ - CPC 2

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় দু গ্রুপের সংঘর্ষে আহত ০১।

কুমিল্লায় এলিট ফোর্সের দুটি অভিযানে মাদক ও টাকাসহ গ্রেফতার ০৪

র‍্যাবের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

কুমিল্লায় র‍‍্যাব এর অভিযানে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতাসহ ৫ জন আটক।

কুমিল্লায় ডিসেম্বর মাসে খুন, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় ৩৯৯টি মামলা

মা, বাবা ও ভাইয়ের কবরের পাশে শায়িত হলেন তোফাজ্জল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে সাংবাদিক ইমন

সেনাবাহিনী -র‌্যাবের পোশাক পড়ে ডাকাতি, ১১ জনের ৫ জনই মধ্যে ডিফেন্সর সদস্য

কুমিল্লায় হঠাৎ মাঝপথে থেমে গেল চলন্ত ট্রেন, আতঙ্কিত যাত্রীরা

২০১৬ সালে সেই মুক্তিযোদ্ধার ফাঁসি চেয়েছিল স্থানীয় আ.লীগ